মলয় দে, নদীয়া: ভাইফোঁটা তো সর্বত্রই অনুষ্ঠিত হয়, কিন্তু শুনেছেন কি বোনফোঁটার কথা ? জেনেছেন কি গাছফোঁটার কথা?
নদীয়ার শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংস্থা নদীয়ার যুগবার্তা পরিবার এমনই অভিনব উদ্যোগ নিয়েছিল গতকাল ৷ জানা গেছে ঐ সংস্থার পক্ষ থেকে আগে ভাতৃ-দ্বিতীয়ার দিন গণ ভাইফোঁটা উৎসবে গাছকে ফোঁটা দিয়ে গাছকে রক্ষার শপথ নেওয়া হতো ৷ এরপর ঐ সংস্থার বোনেরাও বোনফোঁটা করার অবদার জানালে শাস্ত্রীয় ব্যাখ্যা না থাকলেও বোনেদের আবেগকে সম্মান জানাতে নদীয়ার যুগবার্তা পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন বোনফোঁটা উদযাপনের ৷ সেই মতো গত তিন বছর ধরে বোনফোঁটা অনুষ্ঠিত হচ্ছে ৷
সম্পাদক সঞ্জিত কাষ্ঠ জানান যে, ভাইফোঁটা একটি সামাজিক অনুষ্ঠান ৷ ধর্মের বেড়াজাল টপকে এই উৎসব লোক উৎসবে পরিনত হয়েছে ৷ সেই কারনেই ভাইকে ফোঁটা দিয়ে যেমন বোনেরা তাদের মঙ্গলা কামনা করে ঠিক তেমনি ভাইয়েরাও বোনেদের কপালে ফোঁটা দিয়ে বোনেদের মঙ্গল কামনা করেছেন ৷
সঞ্জিতবাবু আরো জানান যে, পরিবেশ আন্দোলনে যুক্ত থাকার সুবাদে তিনি অনুভব করেছেন যে, শুধুমাত্র আইন দিয়ে গাছ তথা পরিবেশ রক্ষা সম্ভব নয় ৷ তার থেকে মানুষের সাথে গাছের আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারলে আমরা সেই আবেগ থেকেই হয়তো গাছটিকে কাটতে পারবো না ৷ সংস্থার পক্ষে শম্পা, মোহর, ঝুমরা জানান যে, এদিন তাঁরা প্রথমেই গাছকে ফোঁটা দেন ৷ তারপর নিজেরা ভাইদের কাছ থেকে ফোঁটা নেওয়ার পর ভাইদের ফোঁটা দেন ৷ ঐ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ সুশান্ত মঠ, অভিনেতা জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, পরিবেশকর্মী ডা. রাহুলদেব বিশ্বাস সহ এই অভিনব উৎসবের ভূয়সী প্রশংসা করেন ৷ ঐ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ঝুমা দাস এবং নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন সুচরিতা ড্যান্স একাডেমীর ছাত্রীবৃন্দ ৷