মলয় দে নদীয়া:-ব্যস্ত সমাজের রাস্তার পাশে, রেলওয়ে স্টেশন, হাসপাতালের পাশে ইতস্তত ভাবে জীবন কাটানো কিছু মানসিক ভারসাম্যহীন মানুষ আমরা দেখেও দেখিনা। আমাদের কাজে তাড়া আছে! অনেক ব্যস্ত, শুধুমাত্র পরিবারকেন্দ্রিক চিন্তাভাবনা। ওরা সদ্য পড়াশোনা শেষ করা কিছু যুবক যুবতী সামাজিক দায়বদ্ধতায় নিজের মনের কাছে ভারাক্রান্ত হয়েই , বিভিন্ন অনুষ্ঠান বাড়ি অর্থাৎ পুজো, জন্মদিন, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি থেকে সংগৃহীত খাদ্য ঝড় জল তুফানের মাঝেও প্রতিদিন নিয়ম করে পৌঁছে দেয় তিন বেলা আহার। আন্তরিকতাটা এতটাই বেশি হয়ে গেছে, পুজোর সময় নতুন বস্ত্র, জন্মদিনে কেককাটা পরিবারের অন্য সদস্যদের মতোই সবটাই করে এই যুবক যুবতীরা।
এই করো না আবহে আমরা যখন ঘন্টায় ঘন্টায় হাত স্যানিটাইজ করছি, মাস্ক ব্যবহার করছি। তখন ওদের বছরের পর বছর মাথাভর্তি চুল, এক মুখ দাড়ি, পরনের বস্ত্র ও কাঁচা হয়নি বহুদিন।
আজ নবজাগরণের সদস্যদের উদ্যোগে এরকমই দুজন সদস্যকে চুল দাড়ি কাটিয়ে, সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দেওয়া হলো।