নদীয়া এবং উত্তর ২৪ পরগনার আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি বিনিময় এবং মেলবন্ধন বিশ্ব আদিবাসী দিবসে, এবারের বিশেষ প্রার্থনা “বিশ্বের শান্তি “

Social

মলয় দে নদীয়া:-“বিশ্বে শান্তি ফিরে আসুক”২০২৪ এর ৯ই অগাস্ট আদিবাসী দিবস উদযাপনে এবারে ঈশ্বরের কাছে এই প্রার্থনা লক্ষ্য করা গেলো ।

চাঁদপুর আদিবাসী গ্রাম, আসাননগর, শান্তিপুর রামনগর চর পুরাতন পাড়া এবং কুমিরমারী সুন্দরবন দক্ষিন ২৪ পরগনায় দিশারীর উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও উদযাপিত হল বিশ্ব আদিবাসী দিবস। উদ্দেশ্য একটাই সাংস্কৃতিক ও বন্ধুত্বের সেতুবন্ধন। গতকাল রাত থেকেই নদিয়ায় আদিবাসীদের নিয়ে কাজ করা দিশারী সংগঠনের অনুষ্ঠান চলছে।

নদীয়া এবং সুন্দরবনের আদিবাসী গ্রামবাসীরা এবং তাদের কলতান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রদীপ প্রজ্জ্বলন করে “বিশ্বের শান্তি ফিরে আসুক” এই প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে। প্রতিবেশী রাজ্যে অপ্রত্যাশিত যে অশান্তি চলছে, তা অত্যন্ত বেদনাদায়ক। অন্ধকার কেটে আবার একটা সুন্দর মানব প্রেমের সকাল ফিরে আসুক এই পৃথিবীতে, এই আশা করেই মূলত তাদের প্রার্থনা। ৯ ই আগস্ট সকাল থেকেই পদযাত্রা করেছেন গ্রামবাসীরা। তারপরেই নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিবস যাপন করা হয়েছে। আবারও অনুষ্ঠানের মাধ্যমে আজ রাতেও এই দিনটি উদযাপন করবেন গ্রামবাসীরা। সহযোগিতায় প্রতিবারের মত এবারও তাদের প্রিয় সংগঠন দিশারী তাদের সাথে অত্যন্ত আন্তরিক ভাবে যুক্ত ছিল।

Leave a Reply