মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা পরিচালিত শ্রীচৈতন্য পৌর ক্রীড়াঙ্গন শান্তিপুর স্টেডিয়ামে এবার ক্রীড়া প্রেমী মানুষদের জন্য বিশেষ উদ্যোগ নিল পৌরসভা। এদিন শান্তিপুর পৌর ক্রীড়াঙ্গন এবং শান্তিপুরের সার্বিক খেলাধুলার বিষয় নিয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের সঙ্গে বিশেষ আলোচনা করলেন জাতীয় দলে প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহা।
শান্তিপুর পৌর ক্রীড়াঙ্গনের পরিকাঠামো দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে এই পৌর ক্রীড়াঙ্গনে ফুটবলের একটি কোচিং ক্যাম্পের যাতে শুভারম্ভ করা যায় তার জন্য বিশেষ আলোচনা করেন পৌরপতির সঙ্গে।
এ বিষয়ে শান্তিপুর পৌরসভার পৌর প্রধান সুব্রত ঘোষ জানান, স্টেডিয়াম উদ্বোধনের দিনই, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং ক্রীড়া প্রশাসক স্বপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের কাছে এখানে ফুটবল কোচিং ক্যাম্প চালুর বিষয়ে প্রস্তাব জানানো হয়েছিল। তারা এ বিষয়ে আগ্রহ দেখানোর পরেই এদিন অ্যালভিটো এসেছেন শান্তিপুর পৌর ক্রীড়াঙ্গনের পরিকাঠামো দেখতে। তবে সূত্রের খবর প্রাথমিক পর্যায়ে রয়েছে পরিকল্পনা, অতি দ্রুত সম্ভব এই প্রকল্প বিষয়ে তারা এগোতে চাইছেন। যদিও এ বিষয়ে শান্তিপুরের ক্রীড়া প্রেমী মানুষ এবং বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ যথেষ্টই খুশি। তারা জানাচ্ছেন বিগত দিনে শান্তিপুর থেকে বহু প্রতিভা বড় বড় খেলায় অংশগ্রহণ করেছে এরকম একটি ফুটবল ক্যাম্প চালু হলে সত্যি করেই সাধারণ ঘরের ছেলে মেয়েরা বড় প্লাটফর্ম পাবে এবং এখান থেকে অনেক প্রতিভা উঠে আসবে যারা হয়তো ভবিষ্যতে জাতীয় দল কিংবা বড় বড় টুর্নামেন্ট খেলতে পারবে।