অভিজিৎ হাজরা , উলুবেড়িয়া , হাওড়া :- রবীন্দ্রনাথ আমাদের চিন্তনে – মননে । রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি । রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ের কবি । রবীন্দ্রনাথ আমাদের প্রাত্যহিক জীবনের চলার পথের সঙ্গী । রবীন্দ্রনাথ আমাদের সুখ – দুঃখের কবি । নজরুল বিদ্রোহের কবি। নজরুল যুব সমাজের প্রতীক। নজরুল প্রতিবাদী, বিদ্রোহী কবি। নজরুলের প্রতিবাদী চরিত্র, নজরুলের লেখনী যুব সমাজকে প্রতিবাদী – বিপ্লবী চেতনা ও বিপ্লবী মনোভাবে উজ্জীবিত করে। রবীন্দ্রজয়ন্তী – নজরুল জয়ন্তী শুধুমাত্র একদিনের নয়। রবীন্দ্রজয়ন্তী – নজরুল জয়ন্তী সারাবছরের।যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র – নজরুল সংগীত, নৃত্য, আবৃত্তি না হলে সেই অনুষ্ঠান পরিপূর্ণতা পায় না। গঙ্গা জলে গঙ্গা পূজা হয়। সেইমত রবীন্দ্রজয়ন্তী – নজরুল জয়ন্তী পালিত হয় রবীন্দ্র – নজরুল সৃষ্ট কবিতা, সংগীত,গীতিআলেক্ষ, নৃত্যালেক্ষ, নৃত্যনাট্য,নাটক,হাস্যকৌতুক, গীতিনাট্য পরিবেশনের মাধ্যমে। বাঙালির চিরন্তন ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ও প্রতিবাদী, বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে সামনে রেখে ” হৃদয়ে রবীন্দ্রনাথ – চেতনায় নজরুল ” এই শিরোনামে উলুবেড়িয়া হাই স্কুল অডিটোরিয়াম হল এ শিল্পী ব্যক্তিত্ব বৈদ্যনাথ কাঁড়ার এর ব্যবস্থাপনায় আরামবাগ এর ” ছন্দম ” অনলাইন গ্ৰুপ এর আয়োজনে অনুষ্ঠিত হল ” ছন্দম শিল্পী মিলন মেলা ” । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার উদিত কুমার সাউ , বিশিষ্ট শিক্ষক ও কবি দীপ্তেন্দু বিকাশ মান্না,হস্তশিল্পী ও কবি পঞ্চানন মন্ডল, কবি সুপ্রিয় চক্রবর্তী, নৃত্যশিল্পী সোনালী মাজী,” ছন্দম ” অনলাইন গ্ৰুপ সংস্থার কর্ণধার সঞ্জয় বসু,ঐ গ্ৰুপের কো – অর্ডিনেটর তনুশ্রী চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৈদ্যনাথ কাঁড়ার এর ব্যবস্থাপনা ও ” ছন্দম ” অনলাইন গ্ৰুপ সংস্থার আয়োজনে উপস্থিত কলাকুশলীদের অভিনন্দিত ও উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক, চিকিৎসক , গীতিকার, সংগীত শিল্পী ও কবি মধূসূদন বাগ,অভিনেতা ও সাংবাদিক মনোজ চক্রবর্তী। ” ছন্দম ” শিল্পী মিলন মেলা ” – য় রাজ্যের বিভিন্ন প্রান্তের শতাধিক শিল্পী অংশগ্রহণ করে তাদের কলাকুশলী পরিবেশন করে উপস্থিত দর্শকদের প্রসংসীত হন। অনুষ্ঠান এর ব্যবস্থাপক শিল্পী ব্যক্তিত্ব বৈদ্যনাথ কাঁড়ার বলেন,গত ২৫ বছর ধরে আমি নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করে চলেছি। সেই সূত্রে তিন বছরের সংগঠন আরামবাগ ” ছন্দম ” অনলাইন গ্ৰুপ এর সঙ্গে পরিচিত হই।ঐ গ্ৰুপের কর্ণধার সঞ্জয় বসু। আমি ব্যক্তিগতভাবে পরিচিত হই ঐ গ্ৰুপের কো – অর্ডিনেটর তনুশ্রী চক্রবর্তী – র সঙ্গে। ওনার ইচ্ছানুযায়ী আমি ” ছন্দম ” শিল্পী মিলন মেলা – র আয়োজন করেছি উলুবেড়িয়া হাই স্কুল অডিটোরিয়াম হল এ।” ছন্দম ” অনলাইন গ্ৰুপ এর কোন – অর্ডিনেটর তনুশ্রী চক্রবর্তী বলেন, আমাদের কর্ণধার সঞ্জয় বসু একজন প্রকৃত শিল্পীসত্বা ব্যক্তিত্ব। একজন দুঃস্থ অন্ধ শিল্পীর খালি গলায় গান শুনে তিনি মোহিত হয়ে যান। শিল্পীর সঙ্গে তিনি কথা বলে জানতে পারেন আর্থিক সমস্যার কারণে সে হারমোনিয়াম কিনতে পারেন নি। তিনি ঐ শিল্পীকে হারমোনিয়াম কিনে দিয়ে তার বাজাতে শেখান।এই ঘটনা ওনাকে প্রচন্ড ব্যথিত করে তোলে। তখন ব্যথিত হৃদয় নিয়ে তিনি প্রকৃত প্রতিভাধর দুঃস্থ শিল্পীদের জন্য গঠন করেন ” ছন্দম অনলাইন গ্ৰুপ” সংগঠন। সঞ্জয় বসু সংকল্প করেন, আর্থিক কারণে কোনো দুঃস্থ ও প্রতিভাধর শিল্পীকে হারিয়ে যেতে দেব না। প্রতিভা বিকাশের জন্য তিনি দুঃস্থ শিল্পীদের বলেন আর্থিক সমস্যা কোনো সমস্যাই নয়। আমি যতটা সম্ভব আর্থিক সাহায্য করে তোমাদের শিল্পীসত্বা বিকাশের সুযোগ করে দেব। এবং তিনি তাই করেচলেছেন। অবহেলিত নানান স্তরের শিল্পীদের তিনি প্রশিক্ষণ দিয়ে তাদের বিভিন্ন মঞ্চে কলাকুশলী প্রদর্শন করার সুযোগ করে দেন। নানান স্তরের শিল্পীদের জন্য তিনি ছন্দম অনলাইন গ্ৰুপ, বিভিন্ন আঙ্গিকে ১৪ টি ওয়েবসাইট,ছন্দম ফেসবুক পেজ,ছন্দম ফেসবুক প্রোডাকশন,ই – বুক চালু করেছেন। আগামী দিনে তিনি ছন্দম স্টুডিও,ছন্দম অ্যাপ,ছন্দম ম্যাগাজিন এর আত্মপ্রকাশ ঘটাবেন। উলুবেড়িয়ার বুকে এই অনুষ্ঠান উলুবেড়িয়াবাসীকে উপহার দেওয়ার জন্য অনুষ্ঠানের ব্যবস্থাপক বৈদ্যনাথ কাঁড়ার এবং অনুষ্ঠান পরিবেশক সংস্থা ” ছন্দম ” অনলাইন গ্ৰুপ এর ভূয়সী প্রশংসা করেন উলুবেড়িয়াবাসী।
