অভিজিৎ হাজরা,বাগনান, হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাগনান মহিলা বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপনায় ডক্টর মানব সেন মেমোরিয়াল সেল্ফ হেল্ফ স্টাডি সেন্টার এর উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হল বাগনান মহিলা বিকাশ ভবণ এ। আলোচনাচক্রের বিষয় ছিল ” রবীন্দ্রনাথের সমবায় ভাবনা ” ।
বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক, প্রাক্তন অধ্যাপক ঘাটাল রবীন্দ্রজয়ন্তী মহাবিদ্যালয়ের ড.লক্ষণ কর্মকার, প্রাক্তন অধ্যাপক অভিজিৎ কুন্ডু, প্রাক্তন সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দেব ঘড়া। স্বাগত বক্তব্য রাখেন বাগনান মহিলা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক গোপাল ঘোষ।ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি। আলোচনা চক্রের উপর প্রশ্নোত্তর পর্ব।