এই প্রথম নদীয়ার শান্তিপুর থেকে সরাসরি বর্ধমান যাওয়ার বাস চালু

Social

মলয় দে নদীয়া :-এই প্রথম নদীয়ার শান্তিপুর থেকে সরাসরি বর্ধমান যাওয়ার বাস চালু হলো । বাসের নাম “গুরুজোত”। মালিক বিট্টু সিং পূর্ব বর্ধমানে টায়ার এবং গাড়ি সহ নানাবিধ ব্যবসা রয়েছে বিভিন্ন রুটে বাস রয়েছে বেশ কয়েকটি তবে এই রুটে প্রথম বাস পরিষেবা দিতে সরকারি অনুমোদন পেলেন তিনি। লোকাল বাস হলেও আরামদায়ক যাত্রার জন্য অত্যাধুনিক চেয়ার এবং অন্যান্য পরিষেবা উপলব্ধ বলে জানা গেছে।

শান্তিপুর স্টেশন সংলগ্ন গোডাউন মাঠ থেকে সকাল ৫:৩০ এ বাস ছাড়বে। বাগআঁচড়া, ভালুকা দিয়ে নবদ্বীপ স্টেশনে পৌঁছাবে সকাল সাতটায় এরপর কুসুমগ্রাম নাদন ঘাট হয়ে বাস স্ট্যান্ড সেখান থেকে বর্ধমান স্টেশন পৌছাবে নটা ২৫ নাগাদ।
যদিও শান্তিপুর থেকে ভালুকা পর্যন্ত অটো সার্ভিস চালু রয়েছে আবার শান্তিপুর থেকে সকালেই নবদ্বীপ যাওয়ার একটি বাসও রয়েছে তবে সরাসরি বর্ধমান এই প্রথম। বাসের ভাড়া নবদ্বীপ পর্যন্ত ৫০ টাকা বর্ধমান পর্যন্ত ১২০ টাকা। যেতে সময় লাগছে চার ঘন্টা। তবে অনেকেই বর্ধমান স্টেশনে কিংবা বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রথমে বাসে কিংবা অটো টোটো তে কালনাঘাট তারপর ভাগীরথী পার হয়ে আবার অটো কিংবা টোটো তে অথবা বাসে করে পৌঁছাতে স্টেশনে অথবা বাসস্ট্যান্ডে, সেক্ষেত্রে খরচ সামান্য কিছুটা বাড়লেও ঝামেলা অনেক বেশি এক্ষেত্রে এক বাসে পৌঁছাবে সরাসরি। যদিও এই মুহূর্তে বাসের সংখ্যা মাত্র একটি অন্যদিকে সন্ধ্যে ৬:০০ টায় বর্ধমান স্টেশন থেকে ছেড়ে শান্তিপুর পৌঁছাবে দশটা নাগাদ। তবে একটি মাত্র বাস যাওয়া এবং একটি বর্ধমান থেকে শান্তিপুরে আসা চললেও আগামীতে বাসের সংখ্যা বাড়ার সম্ভাবনাও রয়েছে প্রবল। তবে বর্ধমানে যাওয়া এই বাসের যাত্রীরা কৃষ্ণ কালী মায়ের মন্দির দর্শন পাবেন, যা ভ্রমণের বাড়তি সুযোগ। বর্ধমানের সাথে এই বাসের যোগাযোগের মাধ্যমে নবদ্বীপ এবং শান্তিপুরের বিভিন্ন ব্যবসায়ীরাও সুফল পেতে চলেছেন অন্যদিকে যাত্রীরাও পূর্ব বর্ধমান জেলা সহ হাওড়া, কলকাতা বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে যেতে পারবেন সহজেই।

Leave a Reply