আদিবাসী গ্রামে বস্ত্র বিতরণে রাই ফাউন্ডেশন

Social

সোশ্যাল বার্তা: পিছিয়ে পড়া আদিবাসী  সমাজের ছোটো ছোটো শিশুদের জন্য অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন স্বর্গীয় মৃণাল কান্তি বিশ্বাস, তিনি ছিলেন রাই ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা।

গত ২০ ও ২১ তারিখ নদীয়া জেলার কৃষ্ণনগরের এই স্বেচ্ছাসেবী সংগঠনের
উদ্যোগে শারদীয়া উপলক্ষ্যে কৃষ্ণনগর শহর থেকে ৮ কিলোমিটার দুরে তেঘরিয়া ও
মানিকতলায় ৭ থেকে ১৪ বছরের ২৫০ জন শিশুর হাতে তুলে দেওয়া হলো নতুন পোশাক ।

স্বর্গীয় মৃনাল কান্তি বিশ্বাস এর স্ত্রী বর্তমানে সংস্থাটির সম্পাদক শ্রাবণী পাল বিশ্বাস জানান “সারাবছর ধরে চলে আমাদের এই সেবা কাজ । আমরা করোনাকালীন পরিস্থিতিতে ৫০০টি পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছি । আগামীতে শীতের মরসুমে কম্বল দেওয়ার পরিকলপনা রয়েছে”।

Leave a Reply