মলয় দে, নদীয়া :- ধর্মীয় উৎসব এবং পুজো অর্চনার আচার বিধি পালনে জগৎজোড়া নাম নদীয়ার! এক পুজোর রেশ কাটতে না কাটতেই আর এক পুজো শুরু! সেই কারণেই কোনো পুজোই বাদ যায় না এখানে।
তবে করোনা আবহে কিছু বারোয়ারি পুজো কমিটি অন্তত স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করেন বিভিন্ন রকম। কিছুদিন আগেই জেলায় সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পুজো করার জন্য নদীয়া জেলায় তিনটি পুরস্কার প্রদান করে রানাঘাট জেলা পুলিশ। যার মধ্যে শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের নতুন বাজার ব্যবসায়ী সমিতি অন্যতম।
আসন্ন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নতুন বাজার ব্যবসায়ী সমিতি এবং সুত্রাগড় প্রগতি সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে রক্তদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো জগদ্ধাত্রী পুজোর। উদ্যোক্তাদের মধ্যে থেকে প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ জানান “প্রতিবছরই রক্তদান করা হয়, তবে এ বছর কোভিদ পরিস্থিতির জন্য, রক্তার্পণের মাধ্যমে শপথ নেওয়া হলো সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার। আজ বিকালেই সমস্ত বারোয়ারি পুজো উদ্যোক্তাদের নিয়ে শান্তিপুর থানার প্রশাসন একটি আলোচনা সভার আয়োজন করেছেন, সেখানে তাদের সাথে আলোচিত হবে পূজো সংক্রান্ত বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে, তবে আমি আশাবাদী তাদের দেখানো পথেই চলবে সকল পুজো উদ্যোক্তারা ”
সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে, জমায়েত এড়িয়ে এদিনের রক্তদানে ৫০ জন প্রগতি সংঘের সদস্য এবং নতুন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা রক্ত দান করেন।