মলয় দে নদীয়া :-
সম্প্রতি ফলাফল প্রকাশিত হওয়া মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের বিধায়কের পক্ষ থেকে মানপত্র উপহার শুভেচ্ছা এবং শুভকামনা জানানো হয় শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে আয়োজিত অনুষ্ঠানে। জানা যায় শান্তিপুর শহর এবং গ্রাম মিলিয়ে প্রত্যেক বিদ্যালয় এর মাধ্যমিকে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং শান্তিপুরের মধ্যে সর্বোচ্চ নাম্বার প্রাপক কে এদিন সংবর্ধিত করা হয়।
তবে প্রচন্ড গরমে যেমন চা জলের আয়োজন ছিল ঠিক তেমনি আয়োজন ছিল শরবতের অল্প বয়সের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ছিল ফুচকা। এদিন একদিকে উপহার শুভেচ্ছা সংবর্ধনা পেয়ে এবং অন্যদিকে এ ধরনের অভ্যর্থনার আয়োজনে খুশি ছাত্র-ছাত্রীরা । বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং তাদের অভিভাবকদের উপস্থিতিও এদিন লক্ষ্য করা যায় চোখে পড়ার মতন।
বিধায়ক জানান আজকে ছাত্রছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ তাই ভালো করে মন দিয়ে পড়াশুনা করার উৎসাহ দিতেই এই আয়োজন প্রতিবছর তিনি করে থাকেন। এবং বর্ষার প্রাক্কালে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়েছে যাতে তাদের হাত ধরেই পরিবেশের ভারসাম্য রক্ষা হয় সেই কথা ভেবে।
অন্যদিকে এই আয়োজনে যুক্ত থাকা ব্যক্তিবর্গরা জানাচ্ছেন। সকাল দশটা থেকে আয়োজিত এই অনুষ্ঠান চলে দুপুর দুটো পর্যন্ত। শুধু পুরস্কার প্রাপক রাই নয়, অনেক সাধারন ছাত্র-ছাত্রীরা ও তাদের বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।