ভাতৃদ্বিতিয়ায় ইঁটভাটার ভাইদের ভাইফোঁটা দিতে পৌঁছে গেলেন স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা সদস্যরা

Social

মলয় দে, নদীয়া :- নদীয়া শান্তিপুর শহর থেকে অনেক দূরে, গ্রামে মেঠো পথ ধরে নৃসিংহপুর চৌধুরীপাড়া। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় নিয়মিত গঙ্গা ভাঙ্গনে, মা গঙ্গা কেড়ে নিয়েছে চাষের জমি! ভাষা বদল করে অনেকেই স্থানীয় ইঁটভাটায় শ্রমিকের কাজ করেন। লক ডাউনে কর্মহীন হয়ে পড়েছিলেন সেই পেশাতেও। অথচ তাদের পরিবারের ক্ষুদে সদস্যরা বোঝেনা অতশত! চারিদিকে ভাইফোঁটার খাবারের গন্ধে, নতুন পোশাকের দৃশ্যে শিশুমন আজ বিষন্ন! সে কথাই হয়তো বুঝেছিলো “শান্তিপুর প্রয়াস” এবং “নৃসিংহ পুর সোনার তরী” । আর বুঝবে না বা কেন? দীর্ঘ লকডাউনে নিয়মিত খোঁজখবর সহযোগিতার পরিবারগুলি হয়ে উঠেছিল তাদেরই সদস্য।

তাই আজ দুই সংগঠনের মহিলারাই পৌঁছে গিয়েছিলো ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য। শান্তিপুর প্রয়াস চৌধুরীপাড়ার প্রাইমারি স্কুলে প্রায় ২০০ বাচ্চাকে ভাইফোঁটা মধ্যাহ্নভোজ সহ নতুন বস্ত্র দিয়ে আনন্দিত করেছিলো।

ঠিক একই রকমভাবে সোনার তরীও তাদের উপহার ও খাদ্য সামগ্রের ডালি নিয়ে পৌঁছেছিলো ইটভাটায়। শৈশবের কচি মুখের উপর ইটের ধুলোর প্রলেপ সরিয়ে কপালে চন্দনের ফোঁটা এঁকে প্রার্থনা করলো আগামীতেও যেন এভাবেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে। সেবামূলক সংস্থা’র এই কাজের প্রশংসা করেন স্থানীয় জনসাধারণ।

Leave a Reply