সোশ্যাল বার্তা: খাল, বিল, নদীনালা প্রায় হারিয়ে যেতে বসেছে । একটা সময় গ্রামের বিলে গ্রামের লোকেদের মিলিতভাবে মাছ ধরার চিত্র দেখা যেত। কিন্তু বর্তমান সময়ে সেটাকি দেখা সম্ভব ?
গতকাল নদীয়া জেলার ভীমপুর থানার আসাননগর ঢাকা পাড়া’র বিলে তেমন চিত্র ধরা পড়ল।
দেখা গেল গ্রামের মানুষ বিল থেকে নিজেরা ল্যাটা, পুঁটি, শোল,খোলসে সহ বিভিন্ন ধরনের মাছ ধরার পরে তা ভাগ করে নিচ্ছেন। জিজ্ঞেস করতেই জানা গেল এই মাছ তারা বিক্রি করবেন না নিজেরাই বাড়ি নিয়ে যাবেন। প্রতি বছর এভাবেই তাঁরা সমবেত ভাবে মাছ ধরেন। বর্তমান সময়ে এমন পরিস্থিতি খুবই বিরল ।