মলয় দে, নদীয়া:- নদীয়ার শান্তিপুর সুত্রাগড়ে কৃষ্ণনগর থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে, শান্তিপুর মরমীর সহযোগিতায় সুত্রাগড় নব ব্যায়াম সমিতির পরিচালনায় শুক্রবার থ্যালাসেমিয়া নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছিলো।
সকাল দশটা থেকে ওই এলাকায় এবং আশেপাশের বহু কচিকাচারা অভিভাবকসহ উপস্থিত হয়েছিলো। বিবাহযোগ্য বেশ কিছু তরুণ তরুণী কেউ লক্ষ্য করা গেলো, তারা জানান অতীতে বাড়ির কাছাকাছি কখন কখনো সুযোগ মেলেনি তাই হাতছাড়া না করতেই পরীক্ষা করে নিলাম।
কঁচিকাঁচাদের অভিভাবকরা জানান আরো কিছুদিন বাদে পরীক্ষা করালেও হতো কিন্তু, আগেভাগে করিয়ে রাখলে ক্ষতি নেই কিছু।
থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট এর সদস্যরা জানান আগের থেকে এখন অনেক সচেতনতা বাড়লেও ১০ থেকে ১২ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া ক্যারিয়ার।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের আগ্রহ অনুযায়ী অতি শীঘ্র আবারো এ ধরনের একটি ক্যাম্প করানোর প্রয়োজন বোধ করছি। সহযোগী সংস্থা মরমীর পক্ষ থেকে জানা যায়, আজকের অনুষ্ঠানে আড়ম্বরতা ছিলো না ঠিকই! তবে প্রচুর উৎসাহী অভিভাবকদের লক্ষ্য করা গেছে, এমনকি পাশাপাশি বেশকিছু ক্লাব বাড়ির পক্ষ থেকেও আগামীতে এ ধরনের কর্মসূচির আগ্রহ জানিয়েছেন। আজকের অনুষ্ঠানে সবচেয়ে বড় পাওনা, ইতি পাটোয়ারী নামে একজন বাস্তব অভিজ্ঞতা সম্পন্না মাঝবয়সী মহিলার থ্যালাসেমিয়ার কারণে ভেঙে যাওয়া সংসার, মৃত্যু হওয়া সন্তানের যন্ত্রণার কথা অনেকটাই সচেতন করতে সক্ষম হয়েছে সাধারণ মানুষকে।