মলয় দে, নদীয়া : সবাই যখন কালিপুজোর নিয়ে ব্যস্ত, নদীয়া জেলার কৃষ্ণনগরের দিশারী’র উদ্যোগে ঝুমুরিয়া শান্তিপুর শাখায় উদযাপন হয়েছে বাঁদনা পরবের সাথে সাথে বিরসা মুন্ডার জন্মদিন।
বাঁদনা পরব একটি কৃষিভিত্তিক উৎসব।প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যার রাত্রে অনুষ্ঠিত কালীপূজার পরদিন বাঁদনা পরব পালিত হয়ে থাকে। এই উৎসবে যে গান গাওয়া হয়, তাকে অহীরা গান বলা হয়।
অমাবস্যার দিন গোয়ালের সবচেয়ে বৃদ্ধ গরু বা মোষের শিংয়ে কড়চার তেল মাখিয়ে গোয়ালের অন্য গরুদের শিংয়ে তেল মাখানো হয়। বিকেলবেলায় গ্রামের মোড়ে গরুগুলিকে একত্র করা হয়। মাঠের ভেতরে চালের গুঁড়ো দিয়ে ঘর কেটে ছাঁদনদড়ি ও বাঁধনদড়ির পূজা করা হয়ে থাকে।পূজা শেষ হলে আলপ্না এঁকে ধামসা মাদল প্রভৃতি বাদ্যযন্ত্র বাজানো হলে গরুগুলি ছুটোছুটি শুরু করে দেয়। পুজোয় দেওয়া ডিম মাড়িয়ে দেয় সেই দিকে লক্ষ্য রাখা হয় এবং সেই গরুর মাথায় তেল, সিঁদুর ও ধানের শীষ দিয়ে সাজানো হয়।
ঝুমুরিয়া পরিবারের প্রতিটি সদস্যই সকাল থেকে গোয়াল পূজায় যোগ দিয়েছেন। যদিও এই পরব রাত অব্দি চলে বিরসা মুন্ডার জন্ম দিনকে পালন করতে তারা গতকাল বিশাল পদযাত্রা আয়োজন করে।
ঝুমুরিয়া উৎপল মাহাতো বিরসা মুন্ডার ইতিহাস প্রতিনিধিদের সামনে রাখেন এবং তার নেতৃত্বে মশাল জ্বালিয়ে বীর যোদ্ধার প্রতি গলায় ফুল মালা পরিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।