মলয় দে, নদীয়া:- ধনলাভের আশায় লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে ভক্তবৃন্দ সর্বদা ব্যস্ত। তাই পুরোহিত মশাইয়ের লিখিত ফর্দে আয়োজনে এতোটুকু ঘাটতি রাখতে চান না তারা! ফলমূলের বাজার দর আকাশছোঁয়া হলেও পরিমাণে একটু কমেছে এবছর। তবে গৃহিণীদের আলপনা দেওয়ার দক্ষতা, সময় আর প্রায় নেই বললেই চলে! তাই ব্যবসায়ীরা সুকৌশলে তৈরি করেছেন স্টিকার আলপনার পাতা। তবে সোলার ফুল কিন্তু আজও অপরিবর্তিত!
গ্রামের মুদি দোকানি হোক বা দশকর্মা ভান্ডার সর্বত্র বিরাজমান সেই চিরাচরিত সোলার ফুল! গ্রামবাংলায় উৎপাদিত সোলা সারাবছর তৈরি করে রাখেন বছরেই একটি দিনের জন্য। লক্ষ্মী পুজোয় সর্বোচ্চ বিক্রি হলেও সারা বছর বিভিন্ন উৎসবে কম বেশি প্রয়োজন হয় ফুলের। করোনা আবহের মধ্যে দীর্ঘ লকডাউনে কর্মহীন পরিবার নিজেদের ব্যবসা বাড়াতে এবছর সাইকেল করেই পৌঁছে যাচ্ছেন গ্রামে গ্রামে সোলার ফুল নিয়ে।