মলয় দে নদীয়া;- নদীয়া জেলার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বাবলাবন ভগিনী নিবেদিতা হ্যান্ডলুম ডেভেলপমেন্ট সোসাইটি গঠিত হয় ২০১৮ সালে। ৫০৪ জন সদস্য বিশিষ্ট এই সোসাইটিতে তাঁত ,চরকা, জ্যাকার্ড মেশিন, স্ক্যানিং মেশিন ক্রয়ের জন্য টাকা এসে পৌঁছেছিল দুমাস আগে।
সব কিছু ব্যবস্থা করতেই শুরু হলো লকডাউন। অথচ জমাকৃত অর্থের দুমাসের সুদের পরিমাণ ৬০ হাজার টাকা। এ করুণ পরিস্থিতিতে ম্যানেজার রমা মজুমদারের আবেদনে সারাদিন ডিরেক্টর নির্দেশ দিলেন প্রান্তিক মানুষদের খাদ্য সামগ্রী কিনে সহযোগিতা করার জন্য।
গতকাল এরকমই ২১৫জন সদস্যের হাতে তুলে দেওয়া হলো। বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে এ ধরনের জমাকৃত সুদ থাকলেই তা এই বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের জন্য অনুমতি মিললো।