দূষণ রোধে’ উন্মুক্ত’র পক্ষ থেকে জনসাধারণের কাছে মানবিক আবেদন

Social

নিউজ সোশ্যাল বার্তা:নদীয়া জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন উন্মুক্ত । পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ,পার্থেনিয়াম নিধনের ব্যবস্থা, প্রাচীন বড় বড় গাছ গুলোকে রক্ষা করা ,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঈদের সময়ে খাদ্য সামগ্রী বিতরণ, দু:স্থ মানুষের জন্য বাড়ি-বাড়ি বিনামূল্যে রেশন বিতরণ , পথ শিশুদের ও ভবঘুরেদের জন্য অনুষ্ঠান বাড়ির উদ্বৃত্ত খাবার নিয়ে তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া , ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, সহায়-সম্বলহীন সাধারণ মানুষের জন্য পোশাক বিতরন সহ বিভিন্ন রকম সামাজিক কাজ করে চলেছে সংস্থাটি ।

উৎসব মুখর সময়ে আনন্দের অপরপ্রান্তে যে দিক গুলি রয়েছে তারা তাদের আবেদনের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেছেন সমাজকে সচেতন করার লক্ষ্যে।দূষণ রোধে মানবিক এই সংস্থার আবেদন “যেকোনো অনুষ্ঠান একটি সামাজিক মিলন উৎসব, এই অনুষ্ঠানে সব মানুষ উৎসবে আনন্দে নিজেকে যুক্ত করেন কিন্তু এই উৎসব অনেক সময় নানা ভাবে পরিবেশ দূষণ করে।

১)অত্যধিক মাত্রায় মাইক বাজানো থেকে বিরত থাকুন।
২) শব্দবাজি বা আতশবাজির ব্যবহার বন্ধ করুন ।
৩) কোন রকম প্লাস্টিক বা থার্মোকলের ব্যবহার থেকে বিরত থাকুন ।
৪) বন্যপ্রাণীদের রক্ষা করুন ওদের বিরক্ত করবেন না ।
৫) রক্ত দান করুন ও রক্ত দানে সবাইকে উদ্বুদ্ধ করুন “।

পাশাপাশি সংস্থাটি এ প্রসঙ্গে এর ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেছে—“উচ্চ রক্তচাপ, হূদযন্ত্রের গোলযোগ, মেজাজ খিটমিটে, স্মৃতিভ্রম, অনিদ্রা, হজমে অসুবিধা সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে । আবার বাজি পোড়ালে উৎপন্ন হয় কার্বন, সালফার, নাইট্রোজেন, প্রভৃতি অক্সাইড এবং বিষাক্ত ধোঁয়া বাতাসের ভারসাম্য অতিরিক্ত ধূলিকণার মিশার ফলে শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা, মাথার যন্ত্রনা ইত্যাদি হয়, পাশাপাশি ক্যানসার-আক্রান্ত সম্ভাবনা রয়েছে।

এছাড়াও বিশ্ব উষ্ণায়ন, ধোঁয়া, জলবায়ুর পরিবর্তন প্রভৃতি সমস্যা তো আছেই, তাই পরিবেশ ও নিজের প্রিয়জনদের কথা ভেবে এসব থেকে বিরত থাকুন।
যেকোনো ধরনের দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন পরিবেশ সবার একে রক্ষা করার দায়িত্ব পালন করুন এবং অপরকে পরিবেশ রক্ষায় উদ্বৃত্ত করুন।
সকলে সুস্থ থাকুন আনন্দে মেতে উঠুন।আপনার আনন্দ যেন অপরের দুঃখ বা কষ্টের কারণ না হয়”।