শিশুমনে দেশ রক্ষার আগ্রহ বৃদ্ধি করতে, ছাত্র-ছাত্রীদের সেনাবাহিনীর সিনেমা দেখালো বিএসএফ

Social

মলয় দে নদীয়া:- তাপমাত্রা ৪০°সেসিয়াসের আশেপাশে। অসহ্য গরমে হাঁসফাঁস করছে মানুষ। এদিকে টিভির পর্দায় একনাগাড়ে দেখিয়ে চলেছে উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় নিহত সারি সারি মৃতদেহ। কিন্তু শিশুমনে কি এর কোনো পড়লো? মনে হয় না। বিএসএফ কাকুরা যে কদিন আগেই বলে রেখেছে, শনিবার জলঙ্গী ক্যাম্পে বিভিন্ন রকম রাইফেল বন্দুক সহ অন্যান্য অস্ত্র দেখানো হবে। কেবল অস্ত্রই নয় বিএসএফের বিভিন্ন কাজ কর্মও ভিডিওর মাধ্যমে দেখানো হবে।

তাই গতকাল সকাল দশটার মধ্যেই প্রতিকূল আবহাওয়া কে উপেক্ষা করে জলঙ্গী বিএসএফ ক্যাম্পে উপস্থিত হয় জলঙ্গী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এবং বিশ্বাস পাড়া মা সারদা শিশু নিকেতন ও বিশ্বাস পাড়া প্রণবানন্দ বঙ্কিম চন্দ্র বিদ্যা নিকেতনের ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের কয়েকটি দলে ভাগ করে সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় অস্ত্র প্রদর্শনী এবং ভিডিওর মাধ্যমে বিএসএফের বিভিন্ন কার্যকলাপ। পড়ুয়াদের সামনে বিএসএফ জওয়ানরা বিভিন্ন ধরণের অস্ত্র খুলে খুলে দেখানো হয় এবং কোন অস্ত্রের কত ক্ষমতা, সর্বোচ্চ কটি গুলি একসঙ্গে চালানো যায় তা বিস্তারিত ব্যাখ্যা করেন। সমগ্র প্রদর্শনী অনুষ্ঠানে নেতৃত্ব দেন ১৪১ নং ব্যাটালীয়ন বিএসএফের জলঙ্গী বিওপির কোম্পানি কমান্ডার শান্তনু সিং। বিএসএফ সূত্রের খবর, বিএসএফের ১৪১ নং ব্যাটালীয়নের কম্যান্ডান্ট নগেন্দ্র সিং রতেলার নির্দেশে প্রতিটি বিএসএফ ক্যাম্পেই এ ধরণের অস্ত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

মোট ৬৫ জন ছাত্র ছাত্রী এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সব শেষে ছাত্র ছাত্রীদের জন্য বিএসএফের পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা করা হয়।

Leave a Reply