সোশ্যাল বার্তা : সারাদেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণের জেরে বর্তমানে অধিকাংশ ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য হওয়ায় বিপদে পড়েছেন নিয়মিত যাদের রক্ত লাগে সেই থ্যালাসেমিয়া রোগীরাও। মুমূর্ষ রোগীদের রক্তের যোগান দিতে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের খাঁটুরায় শহীদ সুশান্ত বিশ্বাসের স্মরণে বৃহস্পতিবার রক্তদান শিবিরের আয়োজন করে ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের লোকাল কমিটির সদস্যবৃন্দ।
এই রক্তদান শিবিরে মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। সংগঠনের সদস্যবৃন্দ জানান সরকারে নয় মানুষের বিপদের দিনে মানুষের দরকারে তারা সর্বদা নিয়োজিত আছেন ।
উল্লেখ্য লক ডাউনের সময় সাধারণ মানুষের মধ্যে বিনা পারিশ্রমিকে বাড়িতে বাড়িতে সাধারণ মানুষের ওষুধ পৌঁছে দিয়ে নজর কেড়েছিল ভারতের ছাত্র ফেডারেশন কৃষ্ণগঞ্জ ব্লকের সদস্যরা ।