পৌর কর্মচারীদের জন্য, অত্যাধুনিক অটোমেটিক স্যানিটাইজার ব্যবস্থা করলেন পৌর প্রশাসক

Social

মলয় দে, নদীয়া :-এই প্রথম রানাঘাট পৌরসভায় যাওয়ার মুখে স্যানিটাইজার কেব বসানো হলো। এই পৌরসভায় অনেকে আসেন আর বর্তমানে কোরোনা ভাইরাসের সংক্রমন যে ভাবে বাড়ছে সেই কথা চিন্তা করে রানাঘাটের পৌর প্রশাসক পার্থ সারথী চ্যাটার্জী এর ব্যাবস্থাপনায় পৌরসভার মুখে এই কেব গেট বসানো হলো।

এতে একদিকে যেমন পৌর কর্মচারী অন্যদিকে পৌরসভায় কাজ করতে আসা সাধারণ মানুষও উপকৃত হবেন বলে জানা যায়। সম্পূর্ণভাবে অত্যাধুনিক বৈজ্ঞানিক এই ব্যবস্থাপনায় শুধু করোনা নয় যেকোনো ধরনের জীবাণু থেকে মুক্ত থাকবেন সকলে। স্বভাবতই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললো রানাঘাটবাসী।

Leave a Reply