পণের টাকা না পেয়ে ছেলে বউকে শ্বশুরবাড়ি ফেরত দিতে এসে গ্রামবাসীর বিক্ষোভের মুখে জামাই

Social

মলয় দে, নদীয়া : সুদূর মুর্শিদাবাদের চর রাজাপুরের দেবলা সরকার স্বামী হারানোর পর চার কন্যাকে বিবাহ দেন কোনরকমে। তার মধ্যে দু’জনকে শান্তিপুরে, একজন মেলার মাঠ এবং অন্যজন বড় গোঁসাই পাড়া। বড় গোসাই পাড়ার জামাই উত্তম দত্ত পেশায় কাপড় ব্যবসায়ী, মেয়ে রাধারানীর দাবি তাকে পনের টাকা আনার জন্য মানসিক এবং শারীরিক অত্যাচার করে পরিবারের অন্য দুই সদস্য বাবা এবং মা সহ। এমনকি দীর্ঘদিন মায়ের ঘরে থাকে, পাশের ঘরের ছেলে বউয়ের খোঁজ নেয় না।

উত্তম বাবুর শাশুড়ি দেবলা সরকারের দাবি দীর্ঘদিন থেকেই ফোনে টাকার জন্য হুমকি দেয় জামাই, এ বিষয়ে মেয়ের নামে চাষের জমি বিক্রিতে দেরি হচ্ছে একথা বেয়াই বেয়ান কে বলেও কোন লাভ হয়নি।

শনিবার সকাল দশটা নাগাদ শান্তিপুর মেলের মাঠে তার স্ত্রীর দিদির বাড়িতে স্ত্রী-পুত্রকে ফেরত দিতে এলে গ্রামবাসীর বিক্ষোভের মধ্যে পড়ে।

এ বিষয়ে উত্তম বাবু জানান, কিছুদিনের জন্য ওকে রাখতে এসেছিলাম, সংসারের কাজে পটু নয় বলে বাড়িতে মা বাবার সাথে প্রায়ই লেগে থাকে ঝগড়া।
গ্রামবাসীদের উপস্থিতিতে স্থানীয় প্রশাসনকে জানিয়ে একটি লিখিত করে জামাইয়ের সাথে মেয়ে এবং নাতিকে বড় গোসাই পাড়ার বাড়িতে পাঠাতে উদ্যত হন।

মেয়ের বাড়ির পক্ষ থেকে জানা যায় পরিবারের সম্মান হানির কারণেই কোনদিন থানায় অভিযোগ করা হয়নি, গতকাল তাদের একটি লিখিত শুধুমাত্র জানিয়ে রাখা হলো। এরপরও মেয়ের কোন ক্ষতি হলে দায়ী থাকবে জামাই।

Leave a Reply