মলয় দে, নদীয়া: লকডাউন এ কাজ হারিয়ে নিজের শখের বাইকটি কেটে তৈরি করলেন ভ্রাম্যমান ভুট্টার দোকান।আগে অন্যত্র কাজ করতেন কিন্তু বর্তমানে কাজ নেই তাই বাধ্য হয়ে নিজের শখের বাইকটি কেটে ইঞ্জিন ভ্যানের সঙ্গে জুড়ে ফেলে একটি ভোটার দোকান তৈরি করেন।
নদীয়ার রানাঘাট থানার রূপশ্রী পল্লীর বাসিন্দা নীলকমল দেবনাথ। লকডাউন এর আগে সে একটি আইসক্রীম কারখানায় কাজ করতেন। লকডাউন এর কারণে বন্ধ হয়ে যায় আইসক্রিম কারখানাটি।
দীর্ঘদিন ধরে বসে থেকে সংসার চলছিল না তার। শখে তিনি একটি বাইক কিনেছিলেন। অবশেষে সেই বাইকটি নষ্ট করে একটি ভ্যানের সঙ্গে জুড়ে দিয়ে দোকান খুলে বসেন তিনি। নীলকমল দেবনাথ বলেন, আমি আগে অন্য জায়গায় কাজ করতাম। কিন্তু সংসার চালানোর কারণে নিরুপায় হয়ে নিজের বাইকটাকে কেটে একটি ইঞ্জিনভ্যান তৈরি করি। আর সেখানেই ভুট্টার দোকান খুলেছি।
নীলকমল দেবনাথের এহেনো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এলাকাবাসীর দাবি, নীল কমল দেবনাথ নিজের সংসার চালানোর জন্য তার শখের জিনিস ত্যাগ করেছেন। আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি।