উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিতে আসা দুটি বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বচসা হাতাহাতি

Social

মলয় দে নদীয়া:-আজ উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। শান্তিপুরে এম এন স্কুলে সিট পরে হরিপুর উচ্চ বিদ্যালয় মালঞ্চ হাই এবং অরিয়েন্টাল বিদ্যালয়ের। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে সাইকেল ধাক্কা লাগা কে কেন্দ্র করে বচসা হয় হরিপুর ও অরিয়েন্টাল স্কুলের ছাত্রদের মধ্যে। কিছুক্ষণের মধ্যে ৪৫ জনহরিপুরের ছাত্র এবং পরীক্ষার্থী নয় স্থানীয় অমিত সহ কিছু ৬-৭ জন ছেলে এসে হঠাৎই চড়াও হয় অরিয়ান্টাল স্কুলের ৫-৬ জন ছাত্রের উপর। যার মধ্যে অর্পণ সৌরভ মনি কুমার মার খেয়ে পরীক্ষায় বসে যায় সময়ের অভাবে। এমনটাই জানা যায় এই তিন ছাত্রের কাছ থেকে।

পরীক্ষার শেষ হওয়ার পর গৌরব ভক্ত নামে এক ছাত্রকে বিদ্যালয় সীমারেখার মধ্যে ওরিয়েন্টাল স্কুলের কয়েকজন চড়াও হলে, কর্তব্যরত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে থানায় নিয়ে যায়। গৌরবের অভিবাবকদের ডেকে তাদের হাতে তুলে দেয়।
শান্তিপুর ওরিয়েন্টাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির মোবারক জানান “হরিপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর , দুই বিদ্যালয় ছাত্রদের মধ্যে আপষে মিটিয়ে নেওয়া হবে বিষয়টি। তবে এ বিষয়ে শান্তিপুর থানায়, এবং পরীক্ষার মেইন সেন্টার কে অবহিত করা হয়”
ঘটনাস্থলের পাশ থেকে যাওয়া ডি এস সি র সঞ্জীব পোদ্দার, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের যুগ্ম আহ্বায়ক দিলীপ সিংহ ছাত্রদের অভিযোগ শুনে, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ জানান এ বিষয়ে পরীক্ষার সিট পড়া বিদ্যালয় থেকে লিখিত কিছু জানানো হয়নি, তবে ছাত্র দের কাছ থেকে শুনেছি, পরীক্ষার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।
এম এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত দাস জানান, বাইরে কিছু অপ্রীতিকর ঘটনার কথা কানে এসেছে, তবে লিখিতভাবে কিছু এখনো পাইনি। তবুও প্রশাসনকে জানিয়েছি আগামী দিন বাড়তি গুরুত্ব দেওয়ার জন্য।

Leave a Reply