নদীয়ার শান্তিপুরে আবারো ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

Social

মলয় দে নদীয়া ;- শান্তিপুর শহরের ১৬ নং ওয়ার্ডের চরজিজিরা বর্মন পাড়া র ৩৯ বছরের পরিতোষ বর্মন প্রতিদিনের মতো গতকাল রাতেও হবিবপুর রাস্তার পাশে একটা হোটেলে কাজে যান।

আজ সকালে বড়বাজার সংলগ্ন ব্রহ্মতলায় ভোর ৫ টা নাগাদ একটি মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ।
পিতা দিনেশ বর্মন দেহ সনাক্তকরণ করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতদেহর বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন মেলায় সন্দেহ প্রকাশ করে পরিবার। মৃতদেহ এমন একটি জায়গা থেকে উদ্ধার হয়েছে যেখানে শান্তনু মাহাতো খুন হন তাই সন্দেহর পারদ আরও একজন বেড়েছে। প্রতিবেশীর কাছ থেকে জানা যায় মাঝেমধ্যে মদ্যপান করতেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা যায় মৃতদেহ ময়নাতদন্তের পর বোঝে যাবে আসল ঘটনা। শোকাহত পরিবারের লোকজন ।

Leave a Reply