মালদা-‌কলকাতাগামী গৌড় এক্সপ্রেস ট্রেন চালু করার আবেদন

Social

দেবু সিংহ,মালদা: দার্জিলিং মেল চালু হলেও এখনও মালদা-‌কলকাতাগামী গৌড় এক্সপ্রেস ট্রেন চালু করা হয়নি। মালদা ও দুই দিনাজপুরের মানুষ ও ব্যবসায়ীদের কাছে গৌড় এক্সপ্রেস ট্রেনটি অতি গুরুত্বপূর্ণ একটি ট্রেন।

গৌড় এক্সপ্রেস চালুর দাবি জানিয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। করোনা আবহে এখনও এই গুরুত্বপূরণ ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। যদিও কলকাতায় লোকাল ট্রেন ইতিমধ্যে চালু হয়ে গেছে। স্বাভাবিকভাবে গৌড় ট্রেনের চাকা বন্ধ রাখার কোনও প্রশ্নই ওঠে না বলে জানান ।

এ ব্যাপারে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, ‘গৌড় এক্সপ্রেস চালু না হওয়ায় জেলাবাসীকে খুব সমস্যা পড়তে হচ্ছে। বাসে করে যেতে অতিরিক্ত ১৫০০ টাকা গুনতে হচ্ছে। এ ছাড়াও কলকাতায় লোকাল ট্রেন চালু হয়ে গেছে। ফলে গৌড়ের মতো অতি গুরুত্বপূর্ণ ট্রেন চালু করা যাতেই পারে। আমরা রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছি, যাতে অবিলম্বে গৌড় এক্সপ্রেস ট্রেনটি চালু করো হোক।’‌

Leave a Reply