দেবু সিংহ,মালদা: মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে ভবঘুরে এক ব্যক্তিকে উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিলো বিএসএফ। যদিও বিএসএফ জাওয়ানেরা প্রথমে মনে করেছিল ওই ব্যক্তিটি বাংলাদেশি হতে পারে। পরে খোঁজ নিয়ে জানতে পারে ওই ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। তাঁর বাড়ি বিহারে।
ভুলবশত সে মালদার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় চলে আসে। শুক্রবার সকালে বিএসএফের ৪৪ নম্বরের ব্যাটালিয়নের জওয়ানেরা ব্যক্তিকে বর্ডার এলাকায় ঘুরতে দেখে বাংলাদেশি সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আটক করে এবং তাকে ক্যাম্পে নিয়ে আসে। পরে জানতে পারেন তিনি ভারসাম্যহীন। পরবর্তীতে মালদার সেচ্ছাসেবী সংগঠন টিম তারাশঙ্কর চ্যারিটিকে খবর দেওয়া হয়। ওই সংগঠনের দ্বারা সনাক্ত হয়। ওই ব্যক্তির নাম মহম্মদ হাসান রাজা । পরে তাকে বিহারের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হয়।