মলয় দে, নদীয়া :-স্ত্রীর মর্যাদা ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত কাঁঠাল বেরিয়া এলাকায়। গৃহবধূর নাম বিষ্ণু প্রিয়া দাস।
অভিযোগ, বছর দেড়েক আগে পলাশডাঙ্গার বাসিন্দা বিষ্ণুপ্রিয়া দাসের সাথে ভালোবাসা করে বেথুয়াডহরী কাঠালবেরিয়া এলাকার বাসিন্দা অমিত ঘোষের সাথে রেজিস্টারি বিয়ে হয়। এরপর অমিতের বাড়িতে অবিবাহিত বোন থাকার কারণে ওই গৃহবধূকে নিজের সংসারে নিয়ে যেতে পারেনি অমিত।বোনের বিয়ে হয়ে গেলে তাঁকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনবেন বলেও নিজের বিবাহিত স্ত্রীকে কথা দিয়েছিলেন স্বামী অমিত ঘোষ ও তার পরিবার।সেইমতো এতদিন পলাশডাঙ্গায় বাপের বাড়িতেই বসবাস করছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী।অভিযোগ, তাঁকে কোন কিছু না জানিয়ে ইতিমধ্যেই নিজের বোনের বিয়ে সেরে ফেলেছেন অমিত। বোনের বিয়ে হয়ে গেলেও বিষ্ণুপ্রিয়া দেবীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কোন সদিচ্ছা দেখায়নি স্বামী অমিত সহ তাঁর পরিবারের সদস্যরা। এরপর বিষয়টি জানতে গেলে নিজের স্ত্রী হিসাবে সরাসরি তাঁকে অস্বীকার করে অমিত ঘোষ। যার ফলে নিজের সামাজিক অধিকার ফিরে পেতে কার্যত বাধ্য হয়েই শুক্রবার সকালে শ্বশুর বাড়ির সামনে বসে অনশন ধর্নার পথ বেছে নেন গৃহবধূ বিষ্ণুপ্রিয়া দাস।