মলয় দে নদীয়া:-শান্তিপুর শহরের কবি করুণানিধান স্ট্রিটের বাসিন্দা সুমন বিশ্বাস রেলে চাকুরীরত।স্ত্রী মৌমিতা ও সুমনের একমাত্র সন্তান মৌরিশ পা দিল আট মাসে। গতকাল শুভ অন্নপ্রাশনে আমন্ত্রিত ছিলেন পাঁচ শতাধিক।
খাবার টেবিলে মেনু কার্ড থাকা সত্ত্বেও আঠা দিয়ে আটকানো খাম দেখে সকলেই ওর মুখ চাওয়া চাওয়ি করার পর খাম খুলে সকলেই হতবাক একি! এত মাস্ক ! এর পরেই মৌরিশের মায়ের বিনীত নিবেদন, ওটা ব্যবহার করবেন কিন্তু!
মা বাবা ছোট মৌরিশ থেকে শুরু করে, ক্যাটারিং , চা-কফি ফুচকা স্টল, এমনকি বিনোদন মূলক আমন্ত্রণে দায়িত্ব থাকা চার্লি চ্যাপলিন গোপালভাঁড় , ক্যামেরাম্যান প্রত্যেকের মুখে মাস্ক।
কেন এমন আয়োজন জানালেন মা মৌমিতা বিশ্বাস “শুধু করোনা ভাইরাস নয়, যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে তাতে আগামী দিন এভাবেই চলতে হবে, তাই শুভদিনে সু অভ্যাসের সূচনা।”
বাবা সুমন বিশ্বাস জানান “দুঃখ একটাই থেকে গেল, নিমন্ত্রিত দের অর্ধেকের কাছে পৌছাতে পারলাম না এই মাস্ক। দ্বিগুণেরও বেশি দাম দিয়ে কিনে জোগাড় করতে পারলাম না প্রত্যেকের জন্য। তাই বাকিদের জন্য চারা গাছ উপহার দিলাম”