পাখির থেক লিচু বাঁচাতে টাঙানো নেটে  মৃত্যু দশটিরও বেশী বাদুড়

Social

মলয় দে নদীয়া :-আম লিচুর পর্যাপ্ত ফলন এবার! নদীয়ার মধ্যে শান্তিপুর অন্যতম জায়গা যেখানে, একটা বড় অংশে আম এবং লিচুর বাগান আছে।

তবে দাম যতই কম হোক, পাখির হাত থেকে বাঁচাতে অত্যাধুনিক নাইলন নেট ব্যবহার করছেন বাগান ব্যবসায়ীরা। আর তাতেই পাখি সহ বাদুড়ের মৃত্যু ঘটছে। তবে এ বিষয়ে বাগানীরা জানাচ্ছেন, তারা ছাপোষা ব্যবসায়ী, কোন প্রাণী সংরক্ষণ ভুক্ত তা তারা জানবেন কিভাবে, এ বিষয়ে বনদপ্তর বা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বাগান মালিক কর্মী এবং ব্যবসায়ীদের নিয়ে মিটিং করা দরকার ছিলো। প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও পলাশ গাছের বিট অফিসার দুরাভাষে জানিয়েছেন , এর আগেও বিভিন্ন ক্যাম্প করা হয়েছে জনবহুল এলাকাতে।
বিজ্ঞান কর্মীরা অবশ্য, জানিয়েছেন তারা এ বিষয়ে বনদপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন।
তবে কোন সংগঠনের ভরসায় না থেকে সচেতন নাগরিক হিসেবে তাদের বোঝানোর যুক্তি দিয়েছেন। শান্তিপুর সাইন্স ক্লাবের যুগ্ম সম্পাদক সোলেমান আলি, তবে তিনি এও বলেন, পাখিরা ঝাঁক বেঁধে এসে কখনো ক্ষতি করেনা যেটুকু ক্ষতি হয় তা উৎপাদনের সামান্য অংশ মাত্র, পাখি তাড়ানোর জন্য যেকোনো ধরনের শব্দ ব্যবহার করা যেতে পারে তবে এ ধরনের নেট কখনোই নয়। তাবাদেও এই বাদুড় বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকাভুক্ত , সরকারি সংরক্ষণের আওতায় পড়ে।

Leave a Reply