মলয় দে, নদীয়া :-গঙ্গা ক্রমশ ভেঙেই চলেছে।তাদের জীবন জীবিকা বসত বাড়ি রাস্তা আজ গঙ্গার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।কোন সরকার তাদের দিকে নজর দিচ্ছে না।তাই বাধ্য হয়ে দলমত নির্বিশেষে গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি গত শনিবার সন্ধ্যা সাত টা নাগাদ নদীয়ার কল্যানী ব্লকে ইশ্বরীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে, সরাটি জিপির উত্তর সরাটি,রায়ডাঙ্গা হেমনগর এবং তাড়িনীপুর গঙ্গার ভাঙন এলাকার মানুষ সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন। বিক্ষোভকারীরা জানান কেন্দ্র-রাজ্য কোন সরকারের ভ্রুক্ষেপ নেই গঙ্গার তীরবর্তী এলাকায় বসবাসকারী ক্ষতিগ্রস্তদের। নিয়মিত খাজনা ট্যাক্স দিয়ে আসা কৃষকের বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে যাচ্ছে গঙ্গাবক্ষে। বর্তমানে বসত ভিটেও সলিল সমাধির উপক্রম হয়েছে! কর্মহীন হয়ে পড়ছেন তারা। বরাৎ ভালো হলে সামান্য কয়েকটা বাঁশের খাঁচা, আর কয়েক বস্তা বালি ফেলে সন্তুষ্ট রাখতে চাইছেন ক্ষতিগ্রস্তদের! কিন্তু রাস্তা বা অন্যান্য সরকারি প্রকল্পে জমি প্রদান করলে যে অর্থ সহযোগিতা পাওয়া যায়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের নিয়ম কোথায়? শুধু কল্যাণী নয় শান্তিপুর, নবদ্দীপ, চাকদহ সহ বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া গঙ্গা তীরবর্তী বসবাসকারীদের সকলের সাথে যোগাযোগ হয়েছে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে রাজনৈতিক দল মত নির্বিশেষে। তারা এখনও চান সরকার নজর দিক বিষয়টির দিকে ।