কমিউনিটি কিচেন এর মাধ্যমে আর্তের সেবা

Social

সোশ্যাল বার্তা :সারা দেশ জুড়ে চলছে লকডাউন। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি হয়েছিল সমগ্র ভারতবর্ষ জুড়ে । অপরদিকে আমফান ঝড়ে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত, কাজ হারা লক্ষ লক্ষ মানুষ । বতর্মানে অনেকেই পেশা পরিবর্তন করেছেন । তাই দিন আনা দিন খাওয়া মানুষের সহযোগীতায় এগিয়ে এসেছে নদীয়া জেলার কৃষ্ণনগরের ফেসবুক গ্রুফ কৃষ্ণনগর ঐকতান ও স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ইচ্ছে । এছাড়াও নতুন সকাল সহ স্বহৃদয় কিছু ব্যক্তিবর্গ ।

গতকাল নদীয়া জেলার কৃষ্ণনগরের কোম্পানি বাগানের পাশে নেতাজি কলোনিতে প্রায় ৩০০ জন ও রেলপারের ৫০ জন মানুষের জন্য একটি কমিউনিটি কিচেন খোলা হয় । সকালে এলাকার ছোট ছোট বাচ্চাদের হাতে সদস্যরা তুলে দেন বিস্কুট । ইতিমধ্যেই শুরু হয় বৃষ্টি । প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই চলে তাদের সেবা কাজ। এলাকার মহিলারা ও যুবক সম্প্রদায় একজোট হয়ে সহযোগিতা করেন রান্না সহ অন্যান্য কাজে । সংগঠন ও কিছু স্বহৃদয় স্বহৃদয় ব্যাক্তিদের সহযোগীতায় ৩৫০ জন প্রান্তিক মানুষের একবেলার আহারের ব্যবস্থা হয় । উপস্থিত ছিলেন ফেসবুক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ।

সংগঠনের পক্ষ থেকে অরিন্দম দেব ও ভাস্বতী সিংহরায় যৌথ বিবৃতিতে জানান “লক ডাউনের সময়কাল থেকেই মানুষ খুব সমস্যায় আছেন এটা বলার অপেক্ষা রাখে না । এই এলাকার মানুষের নিজেদের বসতবাড়ি নেই। সরকারী জমিতেই তারা বসবাস করছেন এই সব দিন আনা দিন খাওয়া প্রান্তিক মানুষের কথা ভেবেই এই উদ্যোগ । সবার কাছে আবেদন আপনারা   আর্তের সেবায় এগিয়ে আসুন ।”

তাদের এই ভূমিকায় খুশি স্থানীয় জনসাধারণ । এলাকার একজন অধিবাসী বলেন ” সবাই যদি সহায়-সম্বলহীন মানুষের জন্য এগিয়ে আসত তাহলে অনেকেই কষ্ট কম পেত ।”

Leave a Reply