শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট : আজ ১১ ই জৈষ্ঠ ইং ২৫ শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২১ তম জন্মজয়ন্তী। লকডাউন কে মান্যতা দিয়েই কবি গুরুর জন্মজয়ন্তী উদযাপনের মতো আজকের দিনটিও যথাযথ মর্যাদায় সঙ্গে উদযাপন করা হচ্ছে রাজ্য ব্যাপী।
বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, লাইব্রেরী, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেও বিশেষ উদ্দোগে,কেউ কেউ একক প্রচেষ্টাতেও আয়োজনে ত্রুটি রাখেনি দিনটি উদযাপনে। খোলা চিঠি সাহিত্য পত্রিকা গোষ্ঠী সকাল থেকেই অনলাইন অনুষ্ঠানের আয়োজন করে লাইফ সম্প্রচার করছে।সংস্থার সহ সম্পাদিকা মেঘছায়া সরকার আজ সকাল ৯ টায় নদীয়ার বীরনগরের পত্রিকা কার্যালয়ে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
বগুলা পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার বিশ্বাস ও সহকারী শিক্ষক দেবাশীষ সরকারের ঔকান্তিক প্রচেষ্টায় নানা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ও আজ অনলাইন বিদ্রোহী কবি কাজী নজরুল জন্মজয়ন্তী উদযাপনের আয়োজন সত্যি ই অভিভাবক মহল সহ সমগ্ৰ জেলায় ব্যাপক প্রভাব ফেলেছে। শুরুতেই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী, শিশু শিল্পী অনুষ্কা সরকারের উপস্থাপনা সকলকে মুগ্ধ করে। সোস্যাল মিডিয়ায় লাইফ সম্প্রচারিত এই অনুষ্ঠান সারাদিন ই অনলাইনে দেখা যাবে বলে জানিয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার বিশ্বাস।