প্রীতম ভট্টাচার্য নদীয়া: যেখানে গল্পেরা এসে থেমে যায়, যে গলির বাঁকে একটা রুপকথার শহর আছে, এশহরের একটা ইতিহাস আছে। প্রতিটা শহর জানে এ পৃথিবীতে তারা অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অনুবীক্ষনে যাদের মাপ ইঞ্চিতে হিসাব মেলানো কঠিন।বিশ্বব্রম্ভ্রান্ডে প্রতিটা শহরের ইঞ্চির পরিমাপ কোথাও বর্তমান, কোথাও অতীত কোথাও ভবিষ্যতকে পরিদর্শন করে। আমরা এই পৃথীবির, এই শহরের অতি ক্ষুদ্রতম অস্তিত্বরুপি নিদর্শন, যেখানে খুঁত থেকে নিখুঁত হতে সাতসমুদ্র তেরো নদীর হিসাব মেলানো কঠিন।ঠিক যেনো কিছু অনুগল্পেরা দাগ কেটে যায় সমাজের মস্তিষ্কের অন্দরমহলে।
নদীয়া জেলার কৃষ্ণনগরের ক্লাব শহর এবছর ১৩ বছরে পদার্পন করলো, সরস্বতী পুজোর থিম খুঁত। কৃষ্ণনগরের, সোনাপট্টি সংলগ্ন একটি অবাক করা পুজো ক্লাব শহর, কিছু নতুনত্ব প্রতিবছর থাকে। পৃথিবীতে প্রতিটাবস্তুর কিছুনা কিছু খুঁত আছে,এই বিষয় সামনে রেখে ওদের এবারের ভাবনা দুই ইঞ্চির স্বরস্বতী,প্যান্ডেলের সাথে এক সুন্দর ইলাষ্টেশন, তার সাথে বনসাই দিয়ে প্রদর্শণী, সাথে ছিলো পুরানো কিছু দোকান বাড়ীর রেপ্লিকা।ক্লাবের দুই ইঞ্চির স্বরস্বতী দেখতে মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো। পুজোর উদ্বোধন করেন পিয়াসা মহলদার।
কৃষ্ণনগরের এই পুজো এবছর বেশ নজরকারে মানুষের। ছোটোথেকে বড় সকলের ভীড় ছিলো বেশ চোখে পড়ার মতো।