সবুজ চক্র পুজো কমিটির উদ্যোগে ২০ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা ! 

Social

মলয় দে নদীয়া :- নদীয়ার কল্যানী ব্লকের মদনপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি পাড়ার সিংহ পাড়া মোড়ে সবুজ চক্র পুজো কমিটির উদ্যোগে দ্বিতীয় বর্ষে বাণী বন্দনা ব্রতী হয়েছে সভ্যরা। এই বছর তাদের পূজোর থিম নদীয়ার কৃষ্ণনগরে চাষাপাড়া বারোয়ারির বুড়িমার আদলে কুড়ি ফুট দেবী সরস্বতী।

গতকাল সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করেন কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা দুর্লভ পান্ডা, কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিং পাশাপাশি আট ফুটের ধুপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সিংহ। উপস্থিত ছিলেন আরো বহু বিশিষ্ট অতিথিরা। পুজো উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে এলাকার খুদে শিল্পীদের নৃত্য আবৃত্তি সহযোগে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply