কোলাঘাট, পূর্ব মেদিনীপুর: চার দিন ব্যাপি রাজ্যস্তরীয় ‘জঙ্গলমহল কাপের’ সমাপ্তি হল শুক্রবার। পূর্ব মেদিনীপুর জেলা নেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে, কোলাঘাট থানার সাগরবাড়ে এই ‘জঙ্গলমহল কাপের’ আয়োজন করা হয়েছিল। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বর্ধমান সহ সারা রাজ্য থেকে মোট ২৩ টি দল অংশগ্রহণ করে। শুক্রবার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি হয়। পূর্ব মেদিনীপুর জেলা নেট বল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌভিক কর বলেন, “এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেকটাই মাঠ বিমুখ। পড়াশোনার বাদে তারা মোবাইল বা কম্পিউটারে আসক্ত। কিন্তু একটা সময় ছিল পড়াশোনার বাদে ছেলেমেয়েরা মাঠে এসে খেলাধুলা করত। ধীরে ধীরে মাঠের খেলা ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম। ফলে তাদের দৈহিক গঠনের পাশাপাশি মানসিক বিকাশও অধরা থেকে যায়। যা পরবর্তীকালে বিভিন্ন সমস্যার সম্মুখীন করে তোলে তাদের। মূলত বর্তমান সময়ের ছেলেমেয়েদেরকে মাঠমুখি করে তুলতে পূর্ব মেদিনীপুর জেলা নেট বল অ্যাসোসিয়েশনের উদ্দোগে এই জঙ্গলমহল কাপের আয়োজন করা হয়েছিল।”