নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: দার্জিলিং নামটি শোনার সঙ্গে সঙ্গেই বাঙালির মনে প্রাণে এক আনন্দের স্পন্দন ঘটে। পাহাড়ের রানী, সঙ্গে ধাপে ধাপে তৈরি চা বাগান, হেরিটেজ ট্রেন তাই দেখতে আর আর কিছুটা শান্ত, শীতলতা খুঁজতে বাঙালিরা হাজির হন দার্জিলিঙে।
পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা ইয়ং ইলেভেন ক্লাবের এবারের পুজোর থিম- “একখণ্ড দার্জিলিং”।
সুনিপুণভাবে দার্জিলিংয়ের চা বাগান,ট্রয় ট্রেন, পাহাড়ের উপর বাড়ি প্রভৃতি দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। দর্শকদের ভিড় ও চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের মধ্যে একজন সদস্যকে এই থিম বিষয়ে জিজ্ঞেস করতেই বললেন ‘সবার পক্ষে তো আর দার্জিলিং যাওয়া সম্ভব নয় তাই দার্জিলিং সম্পর্কে মানুষের মনে একটা ধারণা দিতেই আমাদের এমন উদ্যোগ’।
এমন থিম দেখে এলাকার মানুষ আপ্লুত ।