মলয় দে নদীয়া :-মাইকে বাজছে নাম সংকীর্তন , তবে শব্দযন্ত্র নিয়ন্ত্রণে। রাস্তার আশেপাশের দেওয়াল জুড়ে রয়েছে পরিবেশ বাঁচানোর বার্তা । আয়োজনে আলাদিনগর বারোয়ারি ।
ঘটনাটি নদীয়া জেলার কৃষ্ণনগরের । বসন্ত উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরেও ৯ই মার্চ ভোর থেকে শুরু হয়েছে অষ্টম প্রহর নাম সংকীর্তন ।গতকাল সকাল থেকে শুরু হয়েছিল লীলা কীর্তন চলল আজ ভোর অবধি । আজ ভক্তবৃন্দের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা ।
এলাকার মানুষ সারাবছর অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য । এলাকার বহু মানুষ যোগ দেন ও বাইরের অনেক ভক্তবৃন্দ আসেন এতে অংশগ্রহণ করার জন্য ।
নাম সংকীর্তন এর অনুষ্ঠান হলেও আকর্ষনীয় বিষয় ছিল পরিবেশ বিষয়টিকে অন্তর্ভুক্ত করা। অনাদিনগর বারোয়ারি র একজন উদ্যোক্তা এই প্রসঙ্গে বললেন ” পরিবেশ কে বাদ রেখে ঈশ্বর ভাবনা হয় না , আর পরিবেশ ভাবনা সাধারণ মানুষের মধ্যে তুলে ঘুরতেই বাড়ির পক্ষ থেকে আমাদের এই উদ্যোগ।