সরকারি উদ্যোগে নদীয়ায় জৈব সারের জৈব সারের ব্যবহারের ওপরে হাতে কলমে কর্মশালা

Social

মলয় দে নদীয়া:- কৃষিকার্যে নতুন পথের দিশা বর্তমানে কৃষিজাত ফসলকে আরো বেশি স্বাস্থ্যসম্মত করে তুলতে নদীয়ায় অনুষ্ঠিত হলো জৈব সারের উপকারিতা এবং জৈব সারের ব্যবহারের ওপরে হাতে কলমে কর্মশালা।

নদীয়ার দেবগ্রাম এলাকার তুহিন অনুষ্ঠান ভবনে
NIAM (National Institute Of Agricultural Marketing) সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এই কর্ম শিবিরে।

উক্ত ট্রেনিং শিবিরে উপস্থিত ছিলেন সুকান্ত সরকার প্রাক্তন প্রধান, গ্রাম পঞ্চায়েত, সুভাষ সরকার কর্মাধ্যক্ষ এগ্রিকালচার ডিপার্টমেন্ট, কালীগঞ্জ পঞ্চায়েত সমিতি, তনয় নন্দন অঅন্যতম সদস্য, ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি, কালীগঞ্জ শাখা, সুদীপ্ত নিয়োগী ট্রেনিং কর্মাধ্যক্ষ।

উক্ত শিবিরের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত বাবু বললেন ” সরকারের এই ধরণেন প্রকল্প গুলিকে তিনি সাধুবাদ জানাচ্ছেন এবং তিনি আশা রাখছেন যে এই ধরণের প্রকল্পগুলি ভবিষ্যতে আরো বেশি করে আয়োজিত হোক। ”

পাশাপাশি জৈব সার ব্যবহারে সকলে উৎসাহিত হবেন বলেও তিনি জানান। উক্ত শিবিরে রাসায়নিক সারের অপকারিতা এবং প্রকৃতি ও মানুষের ওপরে তার দুষ্প্রভাব নিয়ে আলোচনার সাথে সাথে জৈব সারের উপকারিতা এবং জৈব সারের ব্যবহারের ওপরে হাতে কলমে ট্রেনিং সবটাই হাতে কলমে আলোচনা করা হয়। উদ্যোক্তারা জানান ট্রেনিং প্রোগ্রামটির নাম হলো – “Promotion of Organic Farming for Sustainable Agriculture” এবং এই ধরণের সচেতনতা মূলক শিবির এবং ট্রেনিং এর ব্যবস্থা আগেও করা হয়েছে এবং ভবিষ্যতেও আরো করার পরিকল্পনা রয়েছে।ট্রেনিং এ অংশগ্রহণকারীরা জানান তারা এই ধরণের ট্রেনিং ক্যাম্প এ অংশগ্রহণ করতে পেরে খুব খুশি এবং তারা এ ধরনের ট্রেনিং এ আগামী দিনেও অংশ নেবেন।

Leave a Reply