বহুদিনের, ইচ্ছাপূরণ শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের গঙ্গার তীরবর্তী নৃসিংহ পুর শ্মশান উদ্বোধন

Social

মলয় দে নদীয়া:-নদীয়া জেলার শান্তিপুর ব্লকের নৃরসিংহ পুর। গঙ্গার তীরবর্তী হরিপুর অঞ্চলের এই স্থানে বেশকিছু ফাঁকা সরকারি খাস জমি পড়ে থাকায়, এলাকাবাসী এবং পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হয় শ্মশানকালী। দীর্ঘদিন ধরে তাদের আকাঙ্ক্ষা ছিল ঘাট পার হয়ে কালনা অথবা বেশ খানিকটা দূরত্ব অতিক্রান্ত করে শান্তিপুর মহাশ্মশানে দাহ করতে নিয়ে যেতে বেশ অসুবিধা হতো এলাকাবাসীর। বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য এলাকাবাসীর কথা মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বৈতরণী প্রকল্পে বিধায়ক তহবিল থেকে আট লক্ষ নব্বই হাজার টাকা ব্যয়ে নির্মিত হল নৃসিংহ পুর শ্মশান। আজ উদ্বোধনে এসে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্যের কাছে হরিপুর অঞ্চলের প্রধান শোভা সরকার মন্ডল, উপপ্রধান সাধনা বিশ্বাস, ওই স্থানের (বাজারপাড়া) মেম্বার তনুশ্রী সাহার স্বামী তাপস সাহা, অঞ্চল সভাপতি সুবল হালদার আরেকটি প্রস্তাব রাখেন। শ্মশানের জন্য 1 বিঘা জায়গা বাদেও আর এক বিঘে জায়গাতে তারা মতুয়া সম্প্রদায় , বৈষ্ণব সম্প্রদায়ের সমাজের জায়গা হিসাবে ব্যবহারের উপযোগী প্রাচীর এবং গৃহ নির্মাণের জন্য আলোচনা করেন। বিধায়ক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

ওই স্থানে পূর্বে নির্মিত শ্মশানকালী মাতার পুজো উদ্বোধনও করেন বিধায়ক। তিনি জানান ৫২ হাত কালী মাতা, শ্মশান কালী মাতা, কুমির পূজা, বর্তমান নির্মিত শ্মশান, বাউল আখড়া সব মিলিয়ে এই অঞ্চলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগমে এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব আরো বাড়ছে।
স্থানীয় প্রধান সভা সরকার মন্ডল জানান আগামীতে পঞ্চায়েত থেকে বার্নিং সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হবে খুব শীঘ্রই।
স্থানীয় সদস্য তনুশ্রী সাহা জানান, আগামীকাল থেকেই সাধারণ মানুষ চাইলেই ব্যবহার করতে পারেন এই শ্মশান।

Leave a Reply