দেবু সিংহ,পুরাতন মালদহ: চতুর্থ দফার ভোট মিটতেই মালদহে ফের পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। আর জেলায় ফিরেই গ্রাম থেকে শহর সর্বত্রই পুলিশের সঙ্গে রুটমার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। শুক্রবার সকালে পুরাতন মালদহের ৬ নম্বর ওয়ার্ডে রুটমার্চ করেন তাঁরা। এমনকি, নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে ভোট নয়, করোনা নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার দাবি তুলেছেন সাধারণ মানুষ।
করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মালদহে। দৈনিক সংক্রমণে রেকর্ড গড়ছে জেলা। এদিনও ব্যাপক সংক্রমণ হয়েছে জেলায়। তবে সংক্রমণ নিয়ে কারো কোনও হেলদোল নেই। এমনকি, নিয়ম করে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে রাজনৈতিক কর্মসূচি। সেই কর্মসূচি গুলিতে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানালেও করোনা নিয়ে একটি বাক্যও খরচ করেছেন না নেতা নেত্রীরা।
এদিন পুরাতন মালদহের ৬ নম্বর ওয়ার্ডের চালসা পাড়া ও কাজিডারা, মৌলপুরে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। এমনকি, নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান বাহিনীর সদস্যরা।
নাজির শেখ বলেন, ভোট নিয়েই সবাই ব্যস্ত। কেউ করোনা নিয়ে কোনও প্রচার করছে না। জীবন থাকলে ভোট হবে।