স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা, পরিবেশ দূষণ ও থ্যালাসেমিয়া মুক্ত দেশ গড়ার লক্ষ্যে বাইক র‌্যালি

Social

দেবু সিং ,মালদা : স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা, পরিবেশ দূষণ ও থ্যালাসেমিয়া মুক্ত দেশ গড়ার লক্ষ্যে প্রচার চালাচ্ছে ব্লাড ডোনার্স অ্যান্ড থ্যালাসেমিয়া প্রিভেনশান অর্গানাইজেশন। এই উপলক্ষ্যে বাইক র‌্যালির আয়োজন করেছে তারা। সহযোগিতায় রয়েছে বারাসাত যুবক সঙ্খ। বারাসাত থেকে সিকিমের নামচিতে গিয়ে তাদের অভিযান শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

গত ১৫ জানুয়ারি বারাসাত থেকে তাদের অভিযানের সূচনা হয়। মোট ৩০টি মোটর বাইকে ৬০ জন যুবক। গত বুধবার রাত কাটান তারা নদীয়া জেলার বেথুয়াডহরিতে। বৃহস্পতিবার দুপুর নাগাদ মালদায় এসে পৌঁছয় র‌্যালিটি। এদিন মালদা এলআইসি মোড়ে বাইকারোহীদের সংবর্ধনার ব্যবস্থা করা হয়। আয়োজনে ছিল সেন্টজন্স অ্যাম্বুলেন্স মালদা শাখা ও সহযোগিতায় ছিল ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা শাখা। জানা গেছে এদিন রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গিয়ে পৌঁছবে। রাতে সেখানে বিশ্রাম নিয়ে শুক্রবার সকালে যাত্রা শুরু করবে।

তারপর ডুয়ার্সে গিয়ে সেখানে চলবে প্রচারাভিযান। তারপর র‌্যালিটি সিকিমের উদ্দেশে রওনা দেবে। সিকিমের নামচিতে গিয়ে শেষ হয়ে আগামী ২২ জানুয়ারির মধ্যে আবার বারাসাতে তাদের ফেরার কথা। সেখানে বিশাল শোভাযাত্রা বের হবে বলে জানা গেছে। সংগঠনের অন্যতম উদ্যোক্তা সুজন সিকদার বলেন,‘‌শিশুদের থ্যালিসেমিয়া রোগটি এখনও সাধারণ মানুষের কাছে অপরিচিত। শিশুদের এই রোগটি জন্মগত। এই রোগীরা সবসময় রক্তাল্পতায় ভোগে। কারণ এদের রক্ত কণিকাগুলির অকাল মৃত্যু ঘটে। যতদিন বাঁচে, এদের রক্ত দিয়েই বাঁচিয়ে রাখতে হয়। এই রোগকে নির্মুল করার একমাত্র পথ বিয়ের পূর্বে পাত্র-‌পাত্রী উভয়ের রক্তের জিন পরীক্ষা করা প্রয়োজন।’‌ তিনি আরও বলেন,‘‌মানুষের এখনও রক্তদান নিয়ে কুসংস্কার রয়েছেই। তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এর পাশাপাশি আমাদের পরিবেশ দূষণ রোধের ব্যাপারেও ভাবতে হবে। এই প্রচারের জন্য আমরা মোটর বাইক র‌্যালির আয়োজন করেছি।’‌

Leave a Reply