বীজপুরে বিশেষ চাহিদা সম্পন্নদের সহায়ক সরঞ্জাম বিতরণ

Social

মলয় দে, নদীয়া:- উত্তর ২৪ পরগনার বীজপুরে বৃহস্পতিবার , প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদীর প্রচেষ্টায়, রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় বিশেষ চাহিদা সম্পন্নদের সহায়ক সরঞ্জাম বিতরণ এর ব্যবস্থা করা হয়।

নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪পরগনা এই তিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫০০ ‘র অধিক বিশেষভাবে সক্ষমদের বধিরদের শ্রবণযন্ত্র, দৃষ্টিহীনদের ইলেকট্রনিক্স স্ট্রীক, অস্থি সংক্রান্তদের হুইলচেয়ার, ট্রাইসাইকেল দেওয়ার জন্য শিবিরের আয়োজিত এই অনুষ্ঠানে লিপিবদ্ধকরণ এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রথম পর্যায়ের কাজ শেষ হলো। এ বিষয়ে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সাধারণ সম্পাদক গৌড় চন্দ্র দাস জানান, চলতি মাসের মধ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ২০শে ডিসেম্বর নৈহাটির বিধায়ক পার্থও ভৌমিকের তত্ত্বাবধানে ২২ তারিখ আমডাঙার বিধায়ক রফিকুল রহমানের তত্ত্বাবধানে এবং বীজপুরে বিশিষ্ট সমাজসেবী অধিকারী তত্ত্বাবধানে এ ধরনের সরঞ্জাম বিতরণ ব্যবস্থায় উপকৃত হতে চলেছেন প্রায় দুই হাজার বিশেষভাবে সক্ষম মানুষ। ২৯ বছর ধরে তাদের সংগঠন এভাবেই নিয়মিত সহযোগিতা করে আসছে বিশেষভাবে সক্ষম দের। তবে এ বিষয়ে তাদের অভিভাবক দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়ের প্রতি কৃতজ্ঞতা জানান সংস্থাটির সদস্যরা ।

Leave a Reply