মলয় দে নদীয়া:-প্রতিবছর ন্যয় এবছরও মহাসমারোহে আজ মঙ্গলবার সকাল থেকে হবিবপুর ইসকনে জগন্নাথ বলরাম ও শুভদা স্নান যাত্রা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সেই উপলক্ষে মন্দির প্রাঙ্গণ নতুন করে সাজিয়ে তোলা হয়েছে গতকাল থেকে নদীয়া জেলা সহ জেলার বাইরে দূর দুরান্ত থেকে ভক্তরা হবিবপুর ইসকনে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব দেখার জন্য মন্দির প্রাঙ্গণে ভির জমিয়েছেন।
আজ ইস্কন মন্দির ইসকনে প্রভুরা প্রথমে বিশেষ পূজা অর্চনা আয়োজন করে তারপর দুধ গঙ্গা জল ডাব ঘি মধু হলুদ ও বিভিন্ন ধরনের সামগ্রী ও ফল দিয়ে স্নান করানো হয় শেষে পুস্প অভিষেক করা হয়।
পাশাপাশি কয়েক হাজার ভক্তদের ঢল চোখে পরল ভগবান জগন্নাথ কে স্নান করানোর জন্য লম্বা লাইন দিয়ে দুধ গঙ্গা জল ডাব ভক্তরা স্নান করান।
পাশাপাশি ইসকনে প্রভুরা জানান তারপর রথযাত্রা দিন পর্যন্ত জগন্নাথ দেবকে ভক্তদের সামনে আনা হবে গর্ভগৃহে রাখা হবে আবার রথযাত্রা দিন ভক্তদের সামনে আনা হবে তারপর রথে চেপে মাসি বাড়ি উদশ্য যাবেন।
পাশাপাশি এবছর ৩ হাজার অধিক ভক্তদের জন্য প্রসাদ ব্যবস্থা করা হয়।