জগন্নাথ স্নান যাত্রাকে কেন্দ্র করে হবিবপুর ইসকনে ভক্তদের ঢল
মলয় দে নদীয়া:-প্রতিবছর ন্যয় এবছরও মহাসমারোহে আজ মঙ্গলবার সকাল থেকে হবিবপুর ইসকনে জগন্নাথ বলরাম ও শুভদা স্নান যাত্রা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে মন্দির প্রাঙ্গণ নতুন করে সাজিয়ে তোলা হয়েছে গতকাল থেকে নদীয়া জেলা সহ জেলার বাইরে দূর দুরান্ত থেকে ভক্তরা হবিবপুর ইসকনে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব দেখার জন্য মন্দির প্রাঙ্গণে ভির […]
Continue Reading