নদীয়ার পাঁচশতাব্দী প্রাচীন দিগনগর রাঘবেরশ্বর মন্দির শুনশান, শ্রাবণের শেষ সোমবারেও

Social

মলয় দে, নদীয়া:- পাঁচ শতাব্দীর বেশি বছর ধরে লাখো মানুষের সমাগম হয় নদীয়া জেলার দিগনগর রাঘবেশ্বর মন্দিরে। প্রকৃতপক্ষে সোমবার শিবলিঙ্গে জল ঢালা হলেও, জেলার বিভিন্ন প্রান্তের নিকটবর্তী গঙ্গা থেকে স্নান সেরে রবিবার রওনা দিতেন পায়ে হেঁটে। এত মানুষের ভিড় সামলাতে জেলা প্রশাসনের বাড়তি পরিকল্পনার জন্য আগাম আলোচনা সভায় মিলিত হতো ওই মন্দিরের পরিচালন কমিটি অর্থাৎ দিগনগর দিঘি মৎস্যজীবী সমিতি। এই সমস্ত সমিতির সদস্যরা জেলা স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন এবং বিডিও অফিসের তত্ত্বাবধানে প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক, বেশ কিছু মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্স সহ নিজেরা ভিড় সামলাতেন সারারাত ব্যাপী।

দূর থেকে স্থান করে খালি পায়ে হেঁটে পুজো দিতে আসা ভক্তবৃন্দ দের জন্য রাস্তার দু’ধার দিয়ে খাবারের ব্যবস্থা করতেন বিভিন্ন বারোয়ারি ক্লাব ধর্মীয় সংস্থা, সাধারণ মানুষও।

বংশপরম্পরায় ওই মন্দিরে পৌরোহিত্য করা পুরোহিত জানান “ফ্লেক্স ব্যানার মাইক প্রচার এবং ভক্তবৃন্দ দের মুখে মুখে প্রচার করতে আমরা সমর্থ হয়েছি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার সারাদিনে তিন-চারটি ছোট ঘটনা ছাড়া কেউই আসেননি মন্দির প্রাঙ্গণে। এমনকি এই অঞ্চলের ভক্তবৃন্দরা শান্তিপুর ভালকো বা অন্যান্য জায়গায় জল ঢালতে যাচ্ছেন।”

Leave a Reply