নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে গেল নবম শ্রেণীর এক ছাত্র

Social

মলয় দে নদীয়া:-নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো নদীয়ার নবদ্বীপে। বন্ধুদের সাথে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই কিশোর। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করার চেষ্টা করলেও শেষমেষ আর রক্ষা হলো না। জানা গেছে সোমবার দুপুরে নবদ্বীপের তেঘড়ি পাড়া বাঁশ বাগান রামদাস নন্দী লেন এলাকার চা বিক্রেতা সত্য সরকারের পুত্র সমর সরকার নদীতে স্নান করতে যাবে বলে বায়না ধরে। বাবা বারংবার নিষেধ করলেও বাবা মায়ের কথা না শুনে মেজাজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, এরপর বেশ কয়েকটি বন্ধু-বান্ধব সাথে নিয়ে নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে নামে। তারপরেই হঠাৎ জলের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর, অন্যান্য বন্ধুবান্ধবরা চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসে স্থানীয়রা তবুও ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবার খবর পেতেই ছুটে আসে ভাগীরথী নদীর তীরে, এরপর মর্মাহত অবস্থায় দিশাহীন হয়ে পড়ে। খবর পেতেই নবদ্বীপ থানার পুলিশ এসে কিশোরের দেহর খোঁজে তল্লাশি শুরু করে।

খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমকে। স্বাভাবিকভাবেই নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় ভাগীরথী নদীর তীরে প্রচুর মানুষের জমায়েত হয়। অন্যদিকে এখনো নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।

Leave a Reply