মলয় দে নদীয়া:-গত ৮ই জুন থেকে থেকে আগামী ১৪ ই জুন পর্যন্ত নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে অবস্থিত সরকারী হ্যান্ডলুম অফিসে তাঁতিদের স্বার্থ সম্পর্কিত ১৩ দফা দাবি সম্বলিত একটি করে ডেপুটেশন দেওয়া চলছে নদীয়া জেলা তাঁত শ্রমিকের পক্ষ থেকে।
গতকাল নদীয়ার শান্তিপুরে অবস্থিত অফিসে শান্তিপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ডেপুটেশনের জমা দেওয়া হয়। এর আগে সর্বসাধারণের উদ্দেশ্যে তাঁতিদের নিয়ে আয়োজিত একটি সভায় নদীয়া জেলা তাঁত শ্রমিক ইউনিয়নের সম্পাদক সৌমেন মাহাতো, শান্তিপুর আঞ্চলিক কমিটির শহর সম্পাদক অদ্বৈত দাস, সভাপতি প্রদ্যুৎ দাস সিপি আই এম শান্তিপুর এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষ বক্তব্য রাখেন।
পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিয়ে এসে বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সুতোর দাম নিয়ন্ত্রণ, এই শিল্পে ব্যবহৃত সমস্ত ধরনের যন্ত্রাংশের দাম কমানো, ষাটোর্ধ্ব শ্রমিকদের পেনশন চালু , তাঁত ঘর স্থাপন, স্বাস্থ্য বীমা চালু ,উৎপাদিত পণ্য কাপড়ের সরকারি সহযোগিতায় নিয়মিত ভাবে স্বচ্ছতার সাথে বিপণনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত করেছিলাম। দুই-একটি আপাতত মেনে নিলেও বাকিগুলি তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এভাবে পূর্বে জমা দেওয়া বেশকিছু ডেপুটেশনের বিষয়ে উদাসীন রয়েছে দপ্তর। আগামী ১৪ তারিখের পর আন্দোলনের তীব্রতা বাড়বে। শ্রমিকদের স্বার্থে লক্ষ্য আদায় করেই ছাড়বে সংগঠন।