কাল মার্কসের ২০৪ তম জন্ম দিবস ! জেলার বিভিন্ন প্রান্তে পালিত হলো এই দিন

Social

আজ কাল মার্কসের ২০৪ তম জন্ম দিবস

মলয় দে নদীয়া:- আজ ৫ মে। কালজয়ী জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজতান্ত্রিক বিপ্লবী কার্ল মার্ক্সের জন্মদিন। সম্পূর্ণ নাম কার্ল হাইনরিশ মার্ক্স। জার্মানির প্রুশিয়ায় জন্মেছেন ১৮১৮ সালের আজকের দিনে। পৃথিবীর সেরা চিন্তানায়কদের একজন। কার্ল মার্ক্স বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ২০৩ বছর। মার্ক্সবাদীদের পিতা কার্ল মার্ক্স; ‘দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো’র জনক; তাঁর কমিউনিস্ট ইশতেহারের বয়স ১৭৩ বছর। যদিও রাষ্ট্রের নাগরিকত্ব পরিচয়ে এই মানুষটি জার্মান ছিলেন। তবে তিনি সুনির্দিষ্ট সীমানা ছাড়িয়ে গোটা বিশ্ব নাগরিক ছিলেন। তিনি বলতেন
“বিশ্বের শ্রমিকরা এক হও, তোমাদের কাছে হারানোর মতো কিছুই নেই, শুধুমাত্র নিজেদের বাঁধন ছাড়া”
“পূঁজীবাদীরা উৎপাদনের প্রযুক্তিকে বিকাশ করে, আর নানা ধরণের প্রক্রিয়াকে সম্পূর্ণ সমাজে মিশিয়ে দেয়। এই সব তারা করে সম্পত্তির মূল স্রোত, মাটি আর শ্রমিকদের সম্পূর্ণ শোষণ করে ”
তার শোষণহীন সমাজ গড়ে তোলার তত্ত্বের মধ্যে তাঁর পুঁজি গ্রন্থে পুঁজিবাদী অর্থনীতির রূপ রেখা বর্ণনা করেছিলেন।
কার্ল মার্কস তাঁর পুঁজি গ্রন্থে পুঁজিবাদী অর্থনীতির রূপ ব‍্যাখ‍্যা করে পুঁজিবাদের তিনটি প্রবণতার কথা উল্লেখ করেছিলেন —–
(১) পুঁজিবাদের ধর্মই হোল স্ফিত হওয়া । যার ফলে উৎপাদিকা শক্তির দ্রুত বিকাশ ঘটে এবং দ্রুত বিকশিত উৎপাদিকা শক্তির সঙ্গে সামাজিক উৎপাদন সম্পর্কের দ্বন্দ্ব তৈরি হয় ।
(২) পুঁজি ও শ্রমের দ্বন্দ্ব । যার সমাধান পুঁজিবাদী ব‍্যবস্থায় কোনভাবেই সম্ভব নয় । এই দ্বন্দ্বই শ্রমিকশ্রেণি কর্তৃক ব‍্যক্তিগত সম্পত্তি ও মজুরি শ্রমের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সমাজব‍্যবস্থায় বিদ্রোহের সূচনা করে ।
(৩) সঞ্চয় প্রক্রিয়াজনিত অনিবার্য সঙ্কট । সভ‍্যতার একেবারে গোড়া থেকেই পণ‍্য উৎপাদন মানব সমাজের অঙ্গ হলেও পুঁজিবাদী ব‍্যবস্থায় এই উৎপাদন এক সামাজিক রূপ পরিগ্রহ করেছে ।
এরফলে পুঁজিবাদী ব‍্যবস্থায় শ্রমিকদের প্রকৃত শ্রমশক্তির মূল্য ও ব‍্যবহারিক মূল্যের পার্থক্য ঘটেছে ।
এই আবিষ্কার সমগ্র রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মার্কসের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান যা সৃষ্টি করেছে তাঁর শ্রমের উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব ।

এই বিশেষ দিনটি সারা বিশ্বের বিভিন্ন দেশের মতন ভারত বর্ষেও পালিত হচ্ছে। রাজ্যের ক্ষমতায় বাম শূন্য হলেও, তারা উপলব্ধি করেছেন লাল ঝান্ডা একত্রিত না হলে মানুষকে পরিত্রাণ দেওয়া সম্ভব হবে না। নদীয়ার শান্তিপুর সিপিআইএম এরিয়া কমিটির কার্যালয়ের সামনে মাসের আবক্ষ মূর্তি তে মাল্যদান করেন বামফ্রন্ট নেতৃত্ব। আলোচিত হয় মার্কসের তথ্য আজও প্রাসঙ্গিক তবে ব্যবহারিক প্রয়োগে ত্রুটি-বিচ্যুতি ফলে সর্ব সাধারণের কাছে তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।

Leave a Reply