দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা আইএএস অফিসার

Social

নিউজ সোশ্যাল বার্তা : দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা আইএএস অফিসার হিসেবে কাজে যোগ দিলেন প্রাঞ্জল পাতিল। কেরালার এরনাকুলাম জেলার সহকারী সংগ্রাহক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাঞ্জল ।

২০১৬ সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ( ইউপিএসসি) ও একবারে পাশ করে ফেলেন। মেধাতালিকায় তিনি ছিলেন  ৭৭৩ নাম্বারে  ।
কিন্তু দৃষ্টিহীন হওয়ার কারণে ইন্ডিয়ান রেলওয়ে একাউন্টস সার্ভিস পদে তাঁকে নেওয়া হয়নি।এখানেই তিনি থেমে থাকেন না ।প্রাঞ্জল আবার ২০১৭ সালে ইউপিএসসি পরীক্ষা দেন এবার তাঁর মেধা তালিকায় নাম হয় ১২৪ নাম্বারে । মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনে ট্রেনিং শুরু করেন প্রাঞ্জল। কেরালার এরনাকুলাম জেলার সহকারী সংগ্রাহক হিসেবে এক বছরের ট্রেনিংয়েরও অফার পান তিনি। এবার সেখানেই নিযুক্ত হলেন দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা আইএএস অফিসার হিসেবে।

প্রাঞ্জল পাতিলের জন্ম মহারাষ্ট্রের উল্লাসনগরে। মাত্র ছবছর বয়সেই দৃষ্টিশক্তি হারিয়েছিলেন প্রাঞ্জল। বেশ কয়েকবার অস্ত্রোপচার করেও তাঁর দৃষ্টি ফেরাতে পারেননি চিকিত্সকরা।

সেন্ট জেভিয়ার্স কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হোন প্রাঞ্জল।তারপর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে জেএনইউ থেকে পরে স্নাতকোত্তর করেন।

 

(তথ্য সূত্র ও ছবি: ফেসবুক।