নদীয়ার শান্তিপুরের সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থীর সমর্থনে ঝটিকা সফরে অভিনেতা বাদশা মৈত্র

Social

মলয় দে, নদীয়া;- কৃষ্ণনগর গভমেন্ট কলেজের যখন সবাই অপেক্ষারত প্রধানমন্ত্রীর জন্য, ঠিক তখনই শান্তিপুরের বহু প্রাচীন সমৃদ্ধ গ্রাম বাগআঁচড়ায় ঘুরে গেলেন চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা বাদশা মৈত্র।

বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সমগ্র হরিপুর অঞ্চলে রোড শো শেষ করে বাগআঁচড়া মোড়ে একটি পথ সভায় অংশ নেন তিনি। তিনি জানান শান্তিপুর বিধানসভার প্রার্থী ঋজু ঘোষাল তার বন্ধু। তাই সম্পূর্ণ বন্ধুত্বের কারণেই আসা এই শান্তিপুরে। তবে তিনি নিজেকে সুবক্তা বা রাজনৈতিক কর্মী বা অভিনেতা পরিচয় দেননি ! তিনি বলেন বামপন্থীদের নীতি-আদর্শ ছোট থেকেই তাকে উদ্বুদ্ধ করে, তাই স্রোতে গা ভাসাননি তিনি। রাজ্যে বিভিন্ন প্রান্তের এবছরের সিপিআইএম বিভিন্ন প্রার্থীর তিনি প্রশংসা করেন। তিনি আশাবাদী, আগামীতে বিজেপি এবং তৃণমূল কে একসাথে উদঘাটিত করতে এই নব প্রজন্মের রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করছে। সংযুক্তা মোর্চার অন্য এক সদস্য আই এস এফেরও তিনি প্রশংসা করেন, তিনি বলেন আব্বাস যখন স্টেজে উঠে, মৌলবী ভাতার বিরুদ্ধে কথা বলে যখন পুরোহিত ভাষার বিরুদ্ধে কথা বলে তখনই প্রমাণিত হয় সে আর যাই হোক ধর্মীয় মেরুকরণের রাজনীতি বিশ্বাস করে না। তাই তিনি বিশ্বাস করেন শান্তিপুরে বিচক্ষণ ভোটাররা ঋজু ঘোষালের মতো সুশিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের আইনজ্ঞ সৎচরিত্রের প্রার্থীকেই নির্বাচিত করবেন।

Leave a Reply